Mamata Banerjee And Madan Mitra: পানিহাটির মঞ্চ ‘মদন-ময়’! মঞ্চে উঠেই মদন মিত্রের শারীরিক অবস্থার খোঁজ নিলেন মমতা

পানিহাটি: তিনি পুরনো সৈনিক৷ দিদি তাঁকে ডেকে ওঠেন ‘কালারফুল বয়’ বলে৷ সেই মদন মিত্রকেই নির্বাচনের ময়দানে যেন ফের দেখা গেল চেনা ছন্দে৷ ছাত্র রাজনীতির কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়া সঙ্গী মদনকে বুধবারের নির্বাচনী জনসভায় আলাদা গুরুত্ব দিতে দেখা গেল তৃণমূল নেত্রীকেই৷ উপস্থিত হয়ে তিনি আলাদা করে কথা বললেন মদনের সঙ্গে, নিলেন শারীরিক অবস্থার খোঁজ৷ মঞ্চেও আলাদা করে মাঝখানে মিটিংজুড়ে ঠায় বসে রইলেন মদন মিত্র!

মঞ্চে এ দিন আলাদা করে বক্তব্যও রাখেন মদন৷ তিনি বলেন, ‘কন্যাশ্রী পাচ্ছেন তো? রুপশ্রী পাচ্ছেন? এর আগে আমি যখন মিটিং করতে এসেছি, তখন বলেছি, সিপিএমের সরকার, আর নেই দরকার৷ বিজেপির বিরুদ্ধে বলতে এসে বলেছি, দাঙ্গাবাজ সরকার, আর নেই দরকার৷ আর দিদি এসে বললেন, বলুন আপনাদের কী দরকার৷’ এদিন রাজ্যপালকেও আক্রমণ করেন মদন মিত্র৷ রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানীর কথা তুলেও তিনি আক্রমণ করেন৷

ফেসবুকে দীর্ঘদিন নিয়মিত একাধিক ভিডিও, ছবি, বক্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন তিনি৷ কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি৷ ফেসবুকে লাইভ করে তিনি বলেন, অসম্ভব অসুস্থ হয়ে পড়েছেন তিনি৷ সেই খান থেকে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছেন মদন৷ আগের মতো ফের ফেসবুকে একাধিক পোস্ট দেখা গিয়েছে তাঁর৷ তবে এদিন, আবারও যেন পুরনো ফর্মে দেখা গেল মদন মিত্রকে৷ এক দিকে তিনি যেমন এই বিশাল জনসভার ভিড় নিয়ন্ত্রণ করলেন মঞ্চ থেকে দাঁড়িয়ে, তেমনই কথা বললেন মুখ্যমন্ত্রীর সঙ্গেও৷