মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: উচ্চতর আদালতে যাব. আমাকে চেনে না, নির্বাচনী সভা থেকে বললেন মমতা

পানিহাটি: পানিহাটি থেকেও সংরক্ষণ ইস্যু তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ নির্বাচনী সভায় এসে তিনি সরাসরি আদালতের রায়ের বিরুদ্ধ মত প্রকাশ করার পাশাপাশি যুক্ত করলেন বিজেপিকেও৷ বললেন, ‘মোদীবাবুকে হারানো জরুরি। কিন্তু সিপিএমের কেউ কেউ এখানে যাদবপুর থেকে এসে দাঁড়িয়েছে আর বড় বড় জ্ঞান দিচ্ছে। এরা সব বিজেপির বড় বড় দালাল। ৩৪ বছর লক্ষ লক্ষ মানুষকে মেরেছো। আর এখন দূর্নীতির কথা বলছ। আলিমুদ্দিন ষ্ট্রীট অনুমোদন ছাড়া একটা ডাব্লুবিসিএস অফিসার হত না। চিরকুটে চাকরি হত। আর এখন পরীক্ষা দিয়ে চাকরি হয়।’

মমতার আক্রমণ, ‘ধর্ম ভিত্তিক ভাগাভাগি করেছেন মোদী। আর এটাই আজ আদালত থেকে করিয়েছে। আমি হাইকোর্টের রায় মানি না, মানব না। উচ্চতর আদালতে যাব। আমাকে চেনে না। আমি মাথা নত করার লোক নই। তবে আপনাদের মধ্যেও কয়েকটা গদ্দার ঢুকে গেছে। মোদী বাবু আপনি আগুন নিয়ে খেলছেন। আইনে কখনও ফারাক হয় না। কেউ অবসর নিয়ে বলছেন আরএসএস-এ ছিলাম। কেউ বলছে বিজেপিতে। এই ভাবে বিচার হবে কি করে? আমরা আইন মেনেই কাজ করেছিলাম। উপেন বিশ্বাস কমিশনের চেয়ারম্যান ছিলেন। তখনও আদালতে গিয়েছিল বিজেপি ও বামেরা। হেরে যায়।’

মমতার আক্রমণ, ‘মোদিবাবু তফশিলিদের সংরক্ষণ কেড়ে নিতে চান। ওরা সংখ্যালঘু ও আদিবাসীদের অধিকার কাড়তে চায়। আমরা এটা হতে দেব না।’