পুজো প্রসঙ্গে মমতা

Mamata Banerjee at 21 July rally: ‘তিনটে দলের সঙ্গে লড়ে জিতেছি!’ একুশের মঞ্চ থেকেও কংগ্রেসকে বিঁধলেন মমতা

কলকাতা: দিল্লিতে খাতায় কলমে তৃণমূল ইন্ডিয়া জোটের অংশ৷ তবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে জোট হয়নি তৃণমূলের৷ বরং সিপিএমের সঙ্গে জোট বেঁধেছিল কংগ্রেস৷ একুশে জুলাইয়ের সমাবেশের মঞ্চে বক্তব্য রাখতে উঠেই তাই বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসকেও বিঁধতে ছাড়লেন না তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মনে করিয়ে দিলেন, বাংলায় তিনটি দলের সঙ্গে লড়েই বিপুল জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস৷

এ দিন বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷’

আরও পড়ুন: অভিষেকের মুখে NEET-এর প্রশ্নফাঁস! একুশের মঞ্চে হঠাৎ কেন তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ?

একই সঙ্গে এ দিন অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়েই মমতা বলেছেন, তৃতীয় মোদি সরকার স্থায়ী নয়, যে কোনও দিন সরকারের পতন ঘটতে পারে৷ মমতা বলেন, ‘দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷’

এ দিন আগাগোড়াই নিজের বক্তব্যের সময় কংগ্রেসের প্রতি কোনও ইতিবাচক বার্তা শোনা যায়নি মমতার মুখে৷ উত্তর প্রদেশে বিরোধী জোটের ভাল ফলের জন্য অখিলেশের সমাজবাদী পার্টির ভূয়সী প্রশংসা করলেও কংগ্রেস সম্পর্কে একটি শব্দও ব্যয় করেননি তিনি৷ বরং রাজ্যে চাকরির দেওয়ার ক্ষেত্রে বিজেপি, সিপিএমের সঙ্গে কংগ্রেসও আদালতে মামলা করে বাধার সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন তৃণমূলনেত্রী৷