মমতার নির্দেশে বদলি জেলাশাসক

Mamata Banerjee: বন্যা পরিস্থিতি দেখে আসার পরই বড় সিদ্ধান্ত মমতার, পূর্ব বর্ধমানের জেলাশাসক বদলি!

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের পরেই পূর্ব বর্ধমানের জেলা শাসককে বদলি করা হল। পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসেবে আয়েশা রানিকে দায়িত্বভার দেওয়া হল। আয়েশা রানিকে ডিভিশনাল কমিশনার মেদিনীপুর ডিভিশন থেকে সরিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসক হিসেবে নিয়োগ করা হল।

প্রসঙ্গত বন্যা পরিস্থিতি নিয়ে পূর্ব বর্ধমানের জেলাশাসকের অফিসে সম্প্রতি বৈঠক করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেই জেলাশাসকের বদলির নির্দেশ জারি করল নবান্ন।

আরও পড়ুন: এক আবিষ্কারেই মাত! চিন এমন কী তৈরি করল, পৃথিবীর ঘোরার গতি কমে গেল! শুনে চমকে উঠছে গোটা বিশ্ব

প্রসঙ্গত, পূর্ব বর্ধমানে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন, বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকরা শস্যবিমার টাকা পাবেন। যাদের মাটির বাড়ি ধসে গিয়েছে, সেগুলি সমীক্ষা করে পদক্ষেপ করা হবে। বন্যা পরিস্থিতিতে সরকারি অফিসারদের সক্রিয়ভাবে কাজ করার নির্দেশ দিয়েছিলেন তিনি।

মুখ্যমন্ত্রী বর্ধমানে বন্যা পরিস্থিতি দেখে প্রশাসনিক বৈঠকে করতে দুর্গাপুর হাইওয়ে দিয়ে যাওয়ার পথে সিঙ্গুরের রতনপুরে গাড়ি দাঁড় করিয়ে কথা বলেছিলেন রাজ্যের কৃষি বিপণন ও পঞ্চায়েত দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার সঙ্গে। উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিকরাও। সোমবার পূর্ব বর্ধমানে প্রশাসনিক বৈঠকও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমান জেলার মূলত জামালপুর এবং রায়না–২ নম্বর ব্লকে বন্যা পরিস্থিতির জেরে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তা নিয়ে আলোচনাও করেন। অন্যান্য ব্লকের ক্ষয়ক্ষতির বিষয়টিও উঠে আসে ওই বৈঠকে।