মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

Sandeshkhali viral video: ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন, আসল ঘটনা ফাঁস হয়েছে’, ভাইরাল ভিডিও নিয়ে মুখ খুললেন মমতা

রানাঘাট: সন্দেশখালির ঘটনা পুরোপুুরি সাজানো, চক্রান্ত৷ সন্দেশখালি কাণ্ডে নিয়ে একটি ভিডিও এ দিন সকাল থেকে ভাইরাল হওয়ার পরই রানাঘাটের সভা থেকেই এই অভিযোগ করেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সন্দেশখালি নিয়ে ভাল নাটক তৈরি করেছিলেন৷ আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে৷ আমি অনেকদিন ধরেই বলছিলাম এটা পরিকল্পনা, নাটক৷ যদিও এই ভিডিও-র সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা৷’

স্টিং অপারেশনে রেকর্ড করা যে ভিডিওকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে, তাতে দেখা যাচ্ছে গঙ্গাধর কয়াল নামে বিজেপির সন্দেশখালির এক মণ্ডল সভাপতি স্বীকার করে নিচ্ছেন, সন্দেশখালিতে মহিলাদের উপরে নির্যাতন সহ যা যা অভিযোগ উঠেছে, তা সাজানো৷ এমন কি, এই সবকিছুর পিছনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীরও ভূমিকা রয়েছে বলে দাবি করেন সন্দেশখালির ওই বিজেপি নেতা৷ এমন কি, বসিরহাটের বিজেপি প্রার্থী এবং সন্দেশখালির অন্যতম অভিযোগকারিণী রেখা পাত্রের নামও উঠে আসে ওই ভিডিওতে৷

যে ভিডিও নিয়ে চর্চা, এ দিন সকালে সেটি সমাজমাধ্যমেশেয়ারও করেন তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী৷ এর পরই তা নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়৷ শুভেন্দু অধিকারী সহ বিজেপি নেতাদের অবশ্য দাবি, এই ভিডিও তাঁরা খতিয়ে দেখেই প্রতিক্রিয়া দেবেন৷

যদিও ভিডিও ভাইরাল হওয়ার পর গঙ্গাধর কয়াল নামে বিজেপি নেতা দাবি করেছেন, ওই ভিডিওতে তাঁর গলা বিকৃত করা হয়েছে৷ একই দাবি করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্রও৷

আরও পড়ুন: কুণালের বিদ্রোহে বিপদ, সমঝোতার পথে তৃণমূল! বৈঠক শেষে গান গাইলেন তৃণমূল নেতা

এ দিন রানাঘাটের সভায় যোগ দিতে যাওয়ার আগে সন্দেশখালির এই ভিডিও নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্টও করেন মুখ্যমন্ত্রী৷ সেখানে তিনি লেখেন, ‘সন্দেশখালি নিয়ে এই চাঞ্চল্যকর স্টিং অপারেশন দেখিয়ে দিল বিজেপি ভিতর থেকে পচন ধরেছে৷ এরা বাংলার প্রগতিশীল ভাবনা এবং সংস্কৃতিকে ঘৃনা করে৷ সবরকম ভাবে বাংলাকে বদনাম করার চক্রান্ত সাজিয়েছিল বাংলা বিরোধীরা৷ ভারত বর্ষের ইতিহাসে দিল্লিতে এরকম শাসক দল দেখা যায়নি যারা একটি গোটা রাজ্য এবং সেখানাকার মানুষকে এ ভাবে বদনাম করার চেষ্টা করে৷’

রানাঘাটের সভায় বক্তব্য শুরু করেই ইঙ্গিতপূর্ণ ভাবে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘অনেক আগেই ছবি পেয়েছিলাম, কিন্তু বাইরে নিয়ে আসিনি৷ ছবি সামনে আসলেই সব উধাও হয়ে যাবে৷’

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পোস্টের আগেই অবশ্য সন্দেশখালির এই স্টিং অপারেশন নিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বিকেলে অভিষেকের সাংবাদিক বৈঠকেরও করার কথা৷ সেই বৈঠক থেকেও সম্ভবত সন্দেশখালির এই ভিডিও নিয়েই সরব হবেন তিনি৷