চিকিৎসকদের কাজে ফেরার আর্জি মমতার৷

Mamata Banerjee to junior doctors: ‘কাল সারারাত আমি ঘুমোতে পারিনি! একটু সময় দিন’, শেষ চেষ্টা করে আর্জি মমতার

কলকাতা: শুক্রবার সারারাত ঝড় বৃষ্টির মধ্যে স্বাস্থ্য ভবনের সামনে ধরনায় বসেছিলেন জুনিয়র চিকিৎসকরা৷ তাই তিনিও সারা রাত ঘুমোতে পারেননি৷ শনিবার স্বাস্থ্য ভবনের সামনে চিকিৎসকদের ধরনা মঞ্চে গিয়ে এমনই দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই৷ আমি নিজে ছাত্র আন্দোলন থেকে উঠে এসেছি৷ আমার কাল সারারাত ঝড় জল হয়েছে, আপনারা যখন কষ্ট পেয়েছেন, আমিও সারারাত ঘুমোতে পারিনি৷ আমারও কষ্ট হয়েছে৷ কারণ আপনারা রাস্তায় থাকলে আমাকেও পাহারাদার হিসেবে জেগে থাকতে হয়৷’

আরও পড়ুন: ‘সব হাসপাতালের রোগী কল্যাণ সমিতি আমি ভেঙে দিলাম…’ জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ থেকে বিরাট ঘোষণা মমতার

একই সঙ্গে চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, ‘যদি আপনারা কাজে ফিরতে চান তাহলে অফিসারদের সঙ্গে কথা বলে আমি আপনাদের দাবিগুলি বিবেচনা করে দেখব৷ আমি একা সরকার চালাই না৷ আমার সঙ্গে মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিবরা থাকেন৷’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাকে একটু সময় দিন, সাধ্যমতো চেষ্টা করব৷’ একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, চিকিৎসকদের কর্মবিরতিতে তৈরি হওয়া অচলাবস্থা কাটাতে এটাই তাঁর শেষ চেষ্টা৷

আরও পড়ুন: ‘আপনারা যারা ভাবছেন কেউ আমার বন্ধু, তারা….’অবস্থান মঞ্চে হঠাত্‍ হাজির মমতা! বড় বার্তা মুখ‍্যমন্ত্রীর

তবে মুখ্যমন্ত্রী সহানুভূতিশীল হলেও এখনই নিজেদের অবস্থান বদল করছেন না চিকিৎসকরা৷ মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য ভবনে আসার পদক্ষেপকে স্বাগত জানালেও জুনিয়র চিকিৎসকরা জানিয়েছেন, তাঁরা নিজেদের পাঁচ দফার দাবিতেই অনড় থাকছেন৷ এ বিষয়ে তাঁরা কোনও সমঝোতা করবেন না বলেই জানিয়েছেন আন্দোলনকারীরা৷

আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের পক্ষ থেকে জানান হয়, ‘মুখ্যমন্ত্রীকে রাজ্যের অভিভাবক৷ একজন অভিভাবকের এই দৃষ্টিভঙ্গিই থাকা উচিত৷ তার জন্য ৩৪ দিন লাগল কেন? উনি আলোচনা করতে চেয়েছেন, আমরা আলোচনায় রাজি৷ তবে আমাদের দাবি এক থাকছে৷’