Mamata Banerjee: ২০০ কোটি ব্যয়ে পুরীর আদলে মন্দির…ভক্তদের জন্য দিঘার জগন্নাথ ধাম খুলছে কবে? আভাস দিলেন মমতা

দক্ষিণবঙ্গ: প্রায় ২০০ কোটি টাকা ব্যয়ে পুরীর আদলে দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির৷ যা ঘিরে জনমানসে উৎসাহ রীতিমতো চোখে পড়ার মতো৷ চলতি বছরেই এই মন্দির উদ্বোধন হওয়ার কথা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বিষয়টি নজরে রাখছেন বলে জানা গিয়েছে৷ তুমুল তোড়জোড় চলছে প্রশাসনিক মহলে। জানা গিয়েছে, বহু পর্যটক এক ফাঁকে এর মধ্যেই ঘুরে গিয়েছেন এই মন্দিরে।

এদিন পশ্চিম মেদিনীপুরের দাঁতনের সভামঞ্চ থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মেদিনীপুরে বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছাড়বেন না বিজেপি-কে। দিঘার জগন্নাথ মন্দির আগামী ২ মাসের মধ্যে শেষ হয়ে যাবে। পুরীর উচ্চতার মতো দিঘাতেও জগন্নাথ মন্দির করছি।’’

এদিনের সভামঞ্চ থেকে মমতা বলেন, ‘‘২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়ে নিল। যেন মগের মুলুক। কাজ করতে গিয়ে কোনও ভুল হয় সংশোধন করে দাও। সময় দাও। সংশোধন করার সময় দাও। ছাত্র ছাত্রীরা সুপ্রিম কোর্টে গেছে।’’

আরও পড়ুন: ‘চাকরি খেয়ে নিল, যেন মগের মুলুক..,’ শিক্ষক-শিক্ষাকর্মীদের চাকরি বাতিল নিয়ে ফের বিস্ফোরক মমতা, সরাসরি কটাক্ষ বিকাশকে

এরপরে স্কুলে শিক্ষক ঘাটতির প্রসঙ্গও তোলেন মমতা৷ বলেন, ‘‘এত এত চাকরি খেয়ে নেওয়া হয়েছে স্কুল চলবে কী করে? এই প্রশ্নগুলোর উত্তর আছে? এদের চাকরিগুলো বাতিল করে যাঁরা সেন্ট্রাল এজেন্সির লোক আছে তাঁরা যেন ভোটের কাজ করে। আমি বলি সাহস থাকা ভাল, দুঃসাহস থাকা ভাল নয়৷’’

এরপরেই বিকাশ ভট্টাচার্যের বিরুদ্ধে সরাসরি কটাক্ষ করতে দেখা যায় তৃণমূলনেত্রীকে৷ বলেন, ‘‘এই বাংলায় যদি চাকরি পেতে চান, বাবা মা থেকে শুরু করে, সরকারি কর্মচারী থেকে শুরু করে, কেস করান বিকাশ বাবুকে দিয়ে। সব ব্যাপারে পিল করে। অ্যান্টাসিড খাবে না, জেলুসিল খাবে না। বিজেপি করলে বেল। তৃণমূল করলে জেল। এইসব নজরে রাখছি।’’

আরও পড়ুন: যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে, অভিযোগ খারিজ করে জানালেন এসএসসি চেয়ারম্যান

এদিন প্রচণ্ড দাবদাহ নিয়েও চিন্তা প্রকাশ করেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গরমের প্রসঙ্গ তুলে মমতা বলেন, ‘‘আমার নিজের হেলিকপ্টারে তিন দিন ধরে এয়ার কম্প্রেসর কাজ করছিল না। হেলিকপ্টার যখন মাঠে দাড়িয়ে থাকে তখন দগ্ধ হয়ে থাকে। আমি যখন ফিরে গেছিলাম ভীষণ ক্লান্তি হয়েছিল। চোখ মুখ জালা করছিল। আমি জীবনে ৩ মাস ধরে ইলেকশন দেখেনি।’’