শ্রীভূমিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ছবি- মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজ থেকে৷

Mamata Banerjee: ‘অনেকে আবার বলবেন…’, শ্রীভূমিতে গিয়েও কেন পুজোর উদ্বোধন করলেন না মমতা?

কলকাতা: আগামিকাল মহালয়া, তাই দেবীপক্ষের সূচনার আগে দুর্গা পুজোর উদ্বোধন করলেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মঙ্গলবার শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে গিয়ে শারোদৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

প্রতি বছরই কলকাতা এবং লাগোয়া এলাকার অসংখ্য পুজো উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পুজো শুরুর বেশ কয়েক দিন আগে থেকেই মণ্ডপে মণ্ডপে ছুটতে হয় তাঁকে৷ এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী এ দিন বলেন, ‘আমরা যতই আধুনিক হইনা কেন। পাঁজি কিন্তু সূর্য চন্দ্র গ্রহ তারা দেখেই স্থির হয়। আমি নাম দিয়েছি উৎসব উৎসারিত। আবার অনেকে বলবেন, আমি পিতৃপক্ষতে পুজো উদ্বোধন করেছি৷ মমতা বন্দোপাধ্যায় এত বোকা নয়৷ ধর্ম সম্পর্কে আমার আইডিয়া আছে।’

আরও পড়ুন: জামিনের চেষ্টায় মরিয়া পার্থর আশায় জল? নতুন করে গ্রেফতার করল সিবিআই

দুর্গা পুজোর আবহেও এ দিন মুখ্যমন্ত্রীর মুখে শোনা গিয়েছে রাজ্যের বন্যায় প্লাবিত এলাকার কথা৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘ডিভিসির জলে দক্ষিণবঙ্গ ভেসেছে৷ উত্তরে ভেসেছে কোশির জলে। সেবা করাই আসল ধর্ম। এটাই আসল পুজো। আগামীকাল ফারাক্কা, সুতি, কান্দিতে আরও ত্রাণ যাবে৷ শুকনো খাবার ও বাচ্চাদের জামাকাপড় পাঠানো হচ্ছে৷ পরিমাণমতো জল খাওয়ার জন্য পাঠানো হচ্ছে।’

এ দিন পুজো অনুদানের প্রসঙ্গও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, ‘প্রায় ৫০ হাজার ক্লাবকে উৎসাহ দান করেছি। আমি অনুদান বলিনা। এই টাকায় কি হবে অনেকে বলেন। বিদ্যুতের বিল এতে হয়। আর সেই কারণেই বাংলার পুজো সমাদৃত বিশ্বজুড়ে।’