মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: চাঁদিফাটা রোদ! গরম থেকে বাঁচতে কী পরামর্শ দিলেন মমতা?

পশ্চিম মেদিনীপুর: এমনিতেই পশ্চিম মেদিনীপুর জেলার তাপমাত্রা প্রতিদিন হু হু করে বাড়ছে। সকাল আটটা পেরোতে না পেরোতেই বইছে লু। জেলা জুড়ে লাল সর্তকতা জারি করেছে প্রশাসন। তবে এর মধ্যেই জনসভা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম মেদিনীপুরের বাংলা-ওড়িশা সীমান্ত এলাকার দাঁতনে জনসভা করেন মুখ্যমন্ত্রী। সকাল থেকেই রোদ উপেক্ষা করে বহু তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় করেন। দুপুর দেড়টার কিছুটা সময় পর হেলিকপ্টারে করে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঞ্চে উঠে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়ার সমর্থনে করেন প্রচারও।

তবে এই গরমের মধ্যেও জননেত্রীর বক্তব্য শোনার জন্য অপেক্ষা করছিলেন তৃণমূল কর্মী সমর্থকেরা। কেউ হাতে থাকা পাখা দিয়ে বাতাস করছেন, আবার কেউ গরম থেকে বাঁচতে জলও খাচ্ছেন। বক্তব্য শুরুর আগেই সাধারণ কর্মী সমর্থকদের দেন সুস্থ থাকার বার্তা দেন মমতা।

আরও পড়ুন: যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়া হয়েছিল আদালতে, অভিযোগ খারিজ করে জানালেন এসএসসি চেয়ারম্যান

এই তপ্ত রোদে পশ্চিমবঙ্গে নির্বাচন সম্পন্ন হবে। একদিকে রাজনৈতিক উত্তাপ, অন্যদিকে প্রখর সূর্যতাপে নাজেহাল বঙ্গবাসী। মঞ্চে এসে, সাধারণ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে নুন, লেবু, জল খাওয়ার পরামর্শ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের একাধিক নীতির প্রতিবাদও জানিয়েছেন তিনি। বক্তব্য শেষে আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নৃত্যে পা মেলালেন মমতা বন্দ্যোপাধ্যায়।

শুধু নৃত্য নয়, মঞ্চে দাঁড়িয়ে ড্রামও বাজালেন তিনি। গানের তালে তালে ড্রাম বাজিয়ে মন কাড়লেন হাজার হাজারকর্মী সমর্থকের। স্বাভাবিকভাবে নির্বাচনের আগে দাঁতনের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা কতটা প্রভাব ফেলে তা সময়ই বলবে।

রঞ্জন চন্দ