Mamata Banerjee in Jhargram: শুধুমাত্র ঝাড়গ্রাম জেলার জন্যই ২৫০ কোটির প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস, লোকসভা ভোটের পর মমতার নজরে ঝাড়গ্রাম

সোমরাজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: লোকসভা ভোটের পর প্রথম জেলা সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই জেলা সফর শুরু করেছেন ঝাড়গ্রাম জেলা দিয়ে। লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেস বিপুল সাফল্য পেয়েছে ঝাড়গ্রাম জেলায়। ২০১৯-এর লোকসভা ভোটে এই ঝাড়গ্রাম জেলার লোকসভা আসনটি বিজেপি দখল করেছিল। কিন্তু ২০২৪ এর লোকসভা ভোটে অর্থাৎ এবারের লোকসভা নির্বাচনে সেই সমীকরণ পুরো বদলেছে।

আরও পড়ুন- সোনা হাতছাড়া ! ইতিহাস লিখে নীরজের সোনা ছিনিয়ে নিলেন বন্ধু আর্শাদ নাদিম

ঝাড়গ্রাম লোকসভা আসনটি তৃণমূল কংগ্রেসের দখলে এসেছে। শুধু তাই নয়, রাজনৈতিকভাবেও একাধিক পরিবর্তন হয়েছে। ২০১৯ সালে বিজেপির যিনি সাংসদ ছিলেন, লোকসভা ভোট চলাকালীনই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। রাজনৈতিক এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবারই ঝাড়গ্রাম জেলায় পৌঁছেছেন। ঝাড়গ্রাম ঢোকার মুখেই রাস্তাতেই জেলা নেতৃত্ব সঙ্গে এক প্রস্থ আলোচনাও সেরে নেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ, শুক্রবার বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠান রয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দেবেন মুখ্যমন্ত্রী ঝাড়গ্রাম স্টেডিয়ামে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে ঝাড়গ্রাম জেলার জন্য একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর,  ১৫০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের উদ্বোধন ঝাড়গ্রাম জেলার জন্য করবেন মুখ্যমন্ত্রী। যার মধ্যে ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক কাজকর্মের জন্য নতুন ভবনের উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা ছাড়া ৮০ কোটি টাকারও বেশি টাকার প্রকল্পের শিলান্যাস করবেন এই মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন- সংখ্যাতত্ত্বে ৯ অগাস্ট: দেখে নিন কেমন যাবে আজকের দিন; জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

জঙ্গল সাফারি নামক এক প্রকল্পের সূচনা করার নির্দেশ এই মঞ্চ থেকে দিতে পারেন মুখ্যমন্ত্রী। পর্যটন ও বনদফতরের যৌথ উদ্যোগে এই প্রকল্প শুরু করা হতে পারে। পাশাপাশি বিশ্ব আদিবাসী দিবস অনুষ্ঠানের মঞ্চ থেকে  রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধা উপভোক্তাদের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন সূত্রে খবর, ঝাড়গ্রাম জেলা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তার জেলা সফর শুরু করলেও ধাপে ধাপে ১৫ অগাস্টের পর অন্যান্য জেলাগুলিতেও প্রশাসনিক বৈঠক করতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়।