মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

লোকসভা নির্বাচনে নজরে উত্তরবঙ্গ, দু’দফায় প্রচার করবেন মমতা বন্দ্যোপাধ্যায়

সোমরাজ বন্দ্যোপাধ্যায় কলকাতা: দু’দফায় উত্তরবঙ্গে প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায়। রমজান মাস শেষ করেই ফের ১২ ই এপ্রিল উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। শেষ বেলায় উত্তরবঙ্গের তিন জেলায়  আরও দুটি করে সভা রয়েছে তাঁর৷ ১২ ই এপ্রিল থেকে ১৬ ই এপ্রিল পর্যন্ত কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে আরও ২ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে মিছিলও করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দফা মিলিয়ে লোকসভা নির্বাচনে জলপাইগুড়িতে ৪টি,- কোচবিহারে ৩টি ও আলিপুরদুয়ারে ৩ টি করে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

৩১ মার্চ কৃষ্ণনগর যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকেই শুরু হবে তাঁর লোকসভা ভোটের প্রচার। আর সম্প্রতি মহুয়া মৈত্রের বাড়ি ও অফিসে সিবিআই হানার পর এবার এই ইস্যুকেই হাতিয়ার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবার মহুয়ার কেন্দ্র থেকেই লোকসভা প্রচার শুরু করবেন মমতা। মহুয়া মৈত্রর বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থার ‘অন্যায়’ পদক্ষেপকে হাতিয়ার মমতার। সূত্রের খবর মার্চের শেষে লোকসভা ভোটের কৃষ্ণনগরের প্রচার সভা থেকেই কেন্দ্রের বিরুদ্ধে এই ইস্যুতে সোচ্চার হতে চলেছেন মমতা।

আরও পড়ুনYousuf Pathan-Mamata Banerjee: ১ এপ্রিল বহরমপুরে সভা, ইউসুফ পাঠানের হয়ে প্রচারে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

রবিবার কৃষ্ণনগর থেকে নির্বাচনী জনসভা শুরু করলেও আগামী চার তারিখ উত্তরবঙ্গেও যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরে পাঁচ দিনে আটটি সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই জানা গেছে যার মধ্যে জঙ্গলমহলেও দুটি সভা করবেন মুখ্যমন্ত্রী।