Mamata Banerjee meeting with Junior doctors: দু ঘণ্টা ধরে চলল আলোচনা, কালীঘাটে শেষ মুখ্যমন্ত্রী- জুনিয়র চিকিৎসকদের বৈঠক! জট কি কাটল?

কলকাতা: দীর্ঘ দু ঘণ্টা ধরে আলোচনার পর শেষ হল মুখ্যমন্ত্রীর সঙ্গে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের বৈঠক৷ রাত ৮.৪৫ মিনিট নাগাদ বৈঠক শেষ হয়েছে বলে খবর৷ ইতিমধ্যেই পড়ুয়াদের নিয়ে আসার জন্য বাস কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির কাছে ফের নিয়ে যাওয়া হয়েছে৷

সূত্রের খবর, এ দিন নিজেদের পাঁচ দফা দাবি সহ একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা৷

আরও পড়ুন: মঙ্গলে সুপ্রিম কোর্টের শুনানিতে কী বলবেন জুনিয়র ডাক্তাররা? বড় সিদ্ধান্ত হল দিল্লির বৈঠকে

সূত্রের খবর, ইতিমধ্যেই বৈঠক স্থল ছেড়ে বেরিয়ে গিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বৈঠক শেষে মুখ্যসচিবের উপস্থিতিতে বৈঠকে কার্যবিবরণী লেখার কাজ চলছে৷

এ দিন সন্ধ্যা ৬.৪০ মিনিট নাগাদ কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে শুরু হয় জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক৷ দু জন স্টেনোগ্রাফার সহ প্রায় চল্লিশ জনের একটি দল এ দিনের বৈঠকে যোগ দিয়েছিল বলে সূত্রের খবর৷

মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের পক্ষ থেকে বৈঠকে অংশ নেওয়ার জন্য উপস্থিত ছিলেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ডিজি রাজীব কুমার, স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যরা৷ তবে বৈঠকে অচলাবস্থা কাটল কি না, সে বিষয়ে এখনও বিশদে কিছু জানা সম্ভব হয়নি৷ বৈঠক থেকে জুনিয়র চিকিৎসকরা বেরিয়ে আসলেই বিষয়টি স্পষ্ট হতে পারে৷