পুজোয় নারীশক্তিকেই সামনে রাখতে চান মমতা! মহিলাদের উৎসাহ দিয়ে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee On Durga Puja: পুজোয় নারীশক্তিকেই সামনে রাখতে চান মমতা! মহিলাদের উৎসাহ দিয়ে বিশেষ নির্দেশ মুখ্যমন্ত্রীর

কলকাতা : পুজোয় নজরে মহিলা স্বশক্তিকরণ। নিজ নিজ এলাকায় মহিলা পরিচালিত পুজোয় বেশি করে সক্রিয়তা দেখানোর নির্দেশ জনপ্রতিনিধিদের। স্ব-নির্ভর গোষ্ঠী যে সমস্ত কাজ করছে তাদের আরও বেশি করে উৎসাহিত করার পরিকল্পনা।

পুজোয় এই সব মন্ডপ থেকে পাশে থাকার বার্তা দেবে শাসক দল। মহিলা স্বশক্তিকরণ নিয়ে নিজেদের মত পুজোবার্ষিকীতে প্রকাশ করেছে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায়। গত কয়েক বছরে একশো দিনের প্রকল্পে বিভিন্ন বিভাগে কেন্দ্রীয় সরকারের দেওয়া মাপকাঠিতে সেরার শিরোপা উঠেছে পশ্চিমবঙ্গ সরকারের মাথায়। একবার নয়, একাধিকবার এই পুরস্কার পেয়েছে বাংলা।

আরও পড়ুন- কোন বাঙালি খাবার খেয়ে নিটোল যৌবন ধরে রাখেন জাপানিরা? জানেন সেই সিক্রেট?

এবার স্বনির্ভর গোষ্ঠী তৈরিতে শীর্ষস্থান দখল করল বাংলা। আর এই স্বনির্ভর গোষ্ঠীর একটা বড় অংশ পরিচালিত হয় মহিলাদের দ্বারা৷ শহর হোক বা মফঃস্বল। একাধিক পুজো মন্ডপের কাজ করছেন বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। পাশাপাশি রাজ্যে বাড়ছে মহিলা পরিচালিত পুজোর সংখ্যা৷ এই সব ধরণের পুজোকে প্রচারের আলোয় আরও বেশি করে নিয়ে আসতে চাইছে রাজ্যের শাসক দল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আর জি করের ঘটনার আবহকে সামনে রেখে রাজ্যের শাসক দলকে কড়া ভাষায় আক্রমণ শানাচ্ছে বিরোধীরা।

আরও পড়ুন- পুজোর আগে জরুরি ভিত্তিতে রাস্তা সারানোর প্রস্তুতি! কোন কোন রিপোর্ট চাইল নবান্ন?

বিশেষ করে মহিলারা সুরক্ষিত নয়৷ মহিলারা আর্থিক ভাবে স্বাবলম্বী নয় এই ধরণের প্রচার চালানো হচ্ছে। ২০২১ সালের বিধানসভা ও ২০২৪ সালের লোকসভা ভোটের ফল বিশ্লেষণ করে দেখা গিয়েছে মহিলাদের ভোটের একটা বড় অংশ গিয়েছে তৃণমূলের দখলে। এই ভোট ব্যাংক রাজ্যের শাসক দল নিজেদের দখলে রাখতে মরিয়া৷ আর তাতে ভাঙন ধরাতে সচেষ্ট বিরোধীরাও৷ তাই উৎসবের আবহে, মহিলাদের পাশে আছি এই বার্তা দিতে মহিলা পরিচালিত পুজো ও স্বনির্ভর গোষ্ঠী যে সব পুজোয় কাজ করছে তাদের পাশে থাকার বার্তা দিচ্ছে শাসক দল।

জনপ্রতিনিধিদের এই সব পুজোয় আরও বেশি করে সক্রিয় ভূমিকা পালন করতে বলা হয়েছে। এই সব পুজো আরও বেশি করে প্রচারে তুলে ধরতে বলা হচ্ছে৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেস তাদের মুখপত্রের পুজো সংখ্যায় মহিলা স্বশক্তিকরণে জোর দিয়েছে৷ মমতা বন্দোপাধ্যায় যেমন নারী সুরক্ষায় অপরাজিতা আইনের কথা লিখেছেন। তেমনি অভিষেক বন্দোপাধ্যায় তুলে ধরেছেন লক্ষ্মীর ভান্ডারের কথা।

দুর্গা পুজো ২০২৪|Durga Puja 2024, ফিচার , পুজো 360, পুজো ইন্টিরিয়র, পুজোর রেসিপি, দুর্গা পুজোর ভ্রমণ, বনেদি বাড়ির পুজো, জেলার পুজো, অন্য পুজো