মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ‘বাংলায় বিজেপির দুটো চোখ…’ মুর্শিদাবাদে কংগ্রেস-সিপিআইএমকে একযোগে বিঁধলেন মমতা

মুর্শিদাবাদ: সোমবার দুপুরে মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম ব্লকের অন্তর্গত নগর কিষাণ মান্ডি মাঠে তৃণমূলের নির্বাচনী সভায় উপস্থিত হয়ে সিএএ-এনআরসি নিয়ে ফের সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে হেলিপক্টারে তিনি পৌঁছন নগরের কিষাণ মান্ডিতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকেই বলেন, “আজ এখানে গরম ৪৪ ডিগ্রি তাপমাত্রা। হিট ওয়েভে আমাদের আসা যাওয়া করতে হচ্ছে। আগে আমি কখনও দেখিনি তিন মাস ধরে নির্বাচন চলছে। নির্বাচনে কত মানুষের মৃত্যু হচ্ছে। আমাদের একজন জেলা পরিষদের প্রার্থীর মৃত্যু হয়েছে এই তীব্র দাবদাহের কারণে। আমাদের যাঁরা মারা যাচ্ছেন, কই তখন তো ইডি বা সিবিআই আসছে না?”

আরও পড়ুন: কোটি কোটি মানুষের জন্য বড় খবর! ১লা মে থেকেই বাতিল হতে পারে কাদের কাদের রেশন কার্ড? জানুন জরুরি অপডেট!

এরপরেই আরও ঝাঁঝালো মমতা। চরম সুর চড়িয়ে বলেন, “কথায় কথায় মানুষকে চমকানো বিজেপি জেনে রেখো তোমরা আর কোনও দিনও ক্ষমতায় আসবে না। মুর্শিদাবাদ জেলাতে অনেক উন্নয়ন করা হয়েছে। রেলমন্ত্রী থাকাকালীন কলকাতা লালগোলা হাজারদুয়ারী এক্সপ্রেস চালু করা হয়েছিল। মুর্শিদাবাদ জেলার গঙ্গা ভাঙন একটা বড় সমস্যা। দিল্লি টাকা দিচ্ছে না, তাই আমরা ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কান্দি মাষ্টার প্ল্যানে মানুষ কাজ করা হয়েছে। মুর্শিদাবাদ জেলার অনেক মানুষ বিড়ি শিল্পের সঙ্গে যুক্ত। তাঁদের জন্য অনেক কাজ করা হয়েছে। মুর্শিদাবাদ সিল্ক আরও বিখ্যাত হোক যাতে নম্বর ওয়ান হয়।”

মমতার প্রশ্ন, “আপনারা কি চান দেশের সংবিধান ভেঙে যাক? বা দেশ বিক্রি হয়ে যাক? ধর্মে ধর্মে ভাগাভাগি করে ইউনিফর্ম সিভিল কোর্ট নিয়ে এসেছে। মোদি শুধু মিথ্যা কথা বলে ভিডিও তৈরি করে। আজকে দেশ ও জাতি বিক্রি হয়ে যাচ্ছে। আগামী দিনে বিজেপি এলে কারও স্বাধীনতা থাকবে না। ক্যা করে সবাইকে তাড়িয়ে দেওয়া হবে।”

সিএএ-এনআরসি নিয়ে তোপ দেগে মমতা বলেন, “আমরা এনআরসি বাংলায় করতে দেব না। এদের কাজ নেই কর্ম নেই, একশো দিনের কাজের টাকা কোথায় গেল। তৃণমূল যে একশো দিনের টাকা চুরি করেছে তার প্রমাণ দেখান। বাংলায় ভোট চাইবার আগে ও চোর বলার আগে নিজে শ্বেতপত্র দেখান। গরীব মানুষ খেতে পাচ্ছেন না। তিন বছর ধরে মোদি একশো দিনের কাজে টাকা আটকে দিয়েছেন। গায়ের জোরে এনারসি করতে গিয়েছিল। আমি আটকে দিয়েছি। ভোট কাটাকাটি বাংলায় করবেন না। বিজেপির বিরুদ্ধে সকলেই বিরক্ত।”

বাংলায় বিজেপির দুটো চোখ একটা সিপিএম ও অন্যটা কংগ্রেস। মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেস সেলিমকে লড়াই করার জন্য। অর্থাৎ যে সিপিএম তৃণমূলের পাক্কা আসন সেগুলোতে জল ঢেলে বিজেপিকে যাতে জেতানো যায়, তাই ভুল করলে আর হবে না। কোনও ভোট কাটাকাটি নয়, তৃণমূল একমাত্র দল। সবাইকে এজেন্সি দিয়ে ভয় দেখানো হয়েছে। আগের দুটো দফায় বিজেপি পরাজিত। আগামী দিনে আর যা লড়াই হবে তাতেও বিজেপি ধপাস হবে। দুবছর ধরে রেশনের টাকা দেওয়া হয়নি কেন্দ্র সরকারের পক্ষ থেকে। বিজেপিকে বলছি ইস বার পগার পার। আর চারশো পার হবে না। আমাদের নিজেদেরকে হ্যালিকপ্টার থেকে হোটেল সব কিছু ভাড়া করতে হয়। এত বাহিনী রটেছে দিল্লি থেকে উত্তরপ্রদেশ সর্বত্র চেন্নাই থেকে কেরল বিজেপি পরাজিত হবে।”

“পাশের কেন্দ্র মুর্শিদাবাদ লোকসভাতে ভোট কাটতে দাঁড়িয়েছেন। নজর দিতে হবে সবাইকে। এরা সকাল সন্ধ্যা আমাদেরকে গালিগালাজ করবে আর সংখ্যালঘু ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে।” এরপর সভা মঞ্চ থেকেই খেলা হবে স্লোগান তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।