Mamata Banerjee at Sodepur: আর জি করে নিহত চিকিৎসকের সোদপুরের বাড়িতে মমতা, কথা বলছেন মৃতার বাবা-মায়ের সঙ্গে

সোদপুর: আর জি কর হাসপাতালে নিহত ডাক্তারি পড়ুয়ার সোদপুরের বাড়িতে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ দিন বেলা পৌনে একটা নাগাদ নিহত মহিলা চিকিৎসকের সোদপুরের নাটাগড়ের বাড়িতে পৌঁছন মুখ্যমন্ত্রী৷ মৃত চিকিৎসকের বাড়িতে ঢুকে তাঁর বাবা মা এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ আর জি করের ঘটনার পরই ফোনে ওই ডাক্তারি পড়ুয়ার বাবা মায়ের সঙ্গে কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী৷ তখনই তিনি জানিয়েছিলেন, সময় বের করে তিনি সোদপুরে তাঁদের বাড়িতেও যাবেন৷

আর জি করে হাসপাতালে তরুণী ডাক্তারি পড়ুয়াকে নৃশংস ভাবে নির্যাতন করে খুনের ঘটনা প্রকাশ্যে আসার পরই অভিযুক্তদের কঠোরতম শাস্তির আশ্বাস দেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনায় অভিযুক্ত বা অভিযুক্তদের তিনি ফাঁসির পক্ষে বলেও জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে নিহত চিকিৎসকের পরিবার চাইলে সিবিআই বা অন্য কোনও সংস্থার তদন্তেও আপত্তি নেই রাজ্য সরকারের৷

আরও পড়ুন: ঘরে বাইরে চাপের মুখে ইস্তফা, অধ্যক্ষের পদ থেকে সরে দাঁড়ালেন সন্দীপ ঘোষ

ইতিমধ্যেই আর জি কর কাণ্ডে সঞ্জয় রায় নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ৷ যদিও এই ঘটনায় আরও একাধিক অভিযুক্তের যোগ থাকতে পারে বলে অভিযোগ উঠছে৷ কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আরও কেউ চিকিৎসকের হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত কি না,তা খতিয়ে দেখা হচ্ছে৷

আর জি কর কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতিতে কলকাতা সহ রাজ্যের প্রায় সমস্ত বড় সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে৷ রাজ্যের গণ্ডি পেরিয়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদে গোটা দেশেই বিক্ষোভ দেখাতে শুরু করেছেন চিকিৎসকরা৷ এমন কি,  দিল্লির এইমস-এর চিকিৎসকরাও আজ বিক্ষোভ দেখাচ্ছেন৷ যদিও নিহত চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে আজ জানানো হয়েছে, তাঁরা পুলিশের তদন্তেই আপাতত আস্থা রাখছেন৷