মমতার বার্তা

Mamata Banerjee: ‘সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করুন’, বাংলায় ঝড় তুলে দিল্লিতেও পাশা পাল্টে দেবেন? বড় ইঙ্গিত মমতার

কলকাতা: লোকসভা ভোটের ফল অনেকটাই স্পষ্ট। বাংলায় তৃণমূল শুধু ২০-র বেশি নয়, এগিয়ে রয়েছে ২৯টি আসনে। অন্য দিকে বিজেপি এগিয়ে রয়েছে ১২টিতে। এদিকে, গোটা দেশের নিরিখেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এগিয়ে রয়েছে ২৯৪ আসনে, আর ইন্ডিয়া জোট এগিয়ে রয়েছে ২৩২ আসনে, অন্যান্যরা এগিয়ে ১৭ আসনে। অর্থাৎ বিভিন্ন বুথফেরত সমীক্ষায় করা বাংলার ফলাফলের ভবিষ্যদ্বাণী যে মিলছে না, সে ব্যাপারে আর তেমন সন্দেহ নেই। মঙ্গলবার সেই ইঙ্গিত স্পষ্ট হতেই কালীঘাটে মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বসল বিশেষ বৈঠক। মমতা এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে বৈঠক হয় বলে খবর। তৃণমূল সূত্রে খবর, মমতা এবং অভিষেক ঠিক করছেন, এর পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে।

এই পরিস্থিতিতে একটি সর্বভারতীয় চ্যানেলকে মমতা বলেন, ”এখনও চলছে গণনা। দয়া করে অপেক্ষা করুন। সকলকে অভিনন্দন জানাচ্ছি। সাড়ে পাঁচটা পর্যন্ত অপেক্ষা করুন।”

আরও পড়ুন: দিল্লিতে নির্ণায়ক ভূমিকা নেবে তৃণমূল? সবুজ ঝড় উঠতেই কালীঘাটে বৈঠকে মমতা-অভিষেক

বুথ ফেরত সমীক্ষা দেখার পরেও দলের ভাল ফলের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ ইভিএম খুলতেই দেখা গেল, ২০১৯-এর ধাক্কা সামলে উঠে বিজেপিকে কার্যত মাটি ধরিয়েছে তৃণমূল ঝড়৷ মমতা, অভিষেকের দাবি মতো তৃণমূল যে ইন্ডিয়া জোটেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে, তাও স্পষ্ট৷

ইতিমধ্যেই এনডিএ-র শরিক দল হিসেবে টিডিপি ও জেডিইউ-এর সঙ্গে কংগ্রেস যোগাযোগ রাখছে বলে খবর। সেই যোগাযোগেও মমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকেই। এই পরিস্থিতিতে মমতার অপেক্ষা করতে বলার মধ্যেও গুরুত্বপূর্ণ ইঙ্গিত থাকতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।