Mamata Banerjee: ‘ডিসেম্বর থেকে শুরু করব…’ ২১-এর সভামঞ্চ থেকে ‘বাংলার বাড়ি’ নিয়ে বড় ঘোষণা মমতার

কলকাতা: লোকসভা ভোটে সাফল্যের পর তৃণমূলের প্রথম বড় কর্মসূচি রবিবার। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে তৃণমূলের ২১ জুলাইয়ের মঞ্চকে ঘিরে উপচে পড়া ভিড় কর্মী-সমর্থকদের। সেখান থেকেই সুখবর দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অখিলেশকে ধন্যবাদ জানিয়ে বক্তৃতা শুরু করেন মমতা। বলেন, ‘বাংলার বাড়ি আমরা ডিসেম্বর থেকে শুরু করব।’ প্রসঙ্গ তোলেন লক্ষ্মীর ভান্ডারেরও। জানান, লক্ষ্মীর ভান্ডার ২ কোটিরও বেশি মহিলাকে টাকা দেওয়া হয়েছে।

এর আগে তিনি বলেছিলেন, ‘আমরা ৪৩ লক্ষ বাড়ি, এই ১২ বছরে করে দিয়েছি। কিন্তু ১১ লক্ষ লোকের বাড়ি এখনও তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পড়ে আছে। তাঁরা করে দেয়নি।’  তিনি জানিয়েছিলেন,   ‘১১ লক্ষ মানুষের বাড়ি তৈরি জন্য মোট ১ লক্ষ ২০ হাজার টাকা করে দেবেন।’

২১-এর মঞ্চ থেকে  তিনি বলেন, ‘‘বাংলায় আসার জন্য অখিলেশকে ধন্যবাদ। দিল্লির সরকার বেশিদিন টিকবে না। উত্তরপ্রদেশে অখিলেশে খেলা দেখিয়েছে। বিজেপির তো সরে যাওয়া উচিত ছিল।’’

আরও পড়ুন: অভিষেকের মুখে NEET-এর প্রশ্নফাঁস! একুশের মঞ্চে হঠাৎ কেন তুললেন পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ?

বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷’