অগ্নিমূল্য বাজার৷ শাক সবজির দাম আমজনতার নাগালের বাইরে৷ গত মঙ্গলবার, নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্য দাম কমানোর জন্য সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

Mamata Banerjee on price hike: ‘নামেই ঢ্যাঁড়শ, তারও এত দাম!’ কোন কোন সবজির আগুন দামে অবাক মমতাও?

কলকাতা: অগ্নিমূল্য বাজার৷ শাক সবজির দাম আমজনতার নাগালের বাইরে৷ মঙ্গলবার নবান্নে মূল্যবৃদ্ধি নিয়ে বৈঠক করে দশ দিনের মধ্য দাম কমানোর জন্য সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ একই সঙ্গে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন সবজির অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়েও বিস্ময় প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷

মুখ্যমন্ত্রী বলেন, ‘পটল ৩৫ টাকা, বাপ রে বাপ! করলা ভাজলেই এইটুকু হয়ে যায়৷ তার দামও ৭৫ টাকা৷ ঢ্যাঁড়শ, নামটাই ঢ্যাঁড়শ, তারও এত দাম! লোকে খাবে কী?’ এর পাশাপাশি শশা, টম্যাটো, ঝিঙে, কাঁচালঙ্কার মতো সবজির চড়া দাম নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷ গত বছর এই সময় বাজার দরের সঙ্গে তুলনা টেনে মুখ্যমন্ত্রী বলেন, গত বছর শশা ছিল ৬০ টাকা, এবার ৭৫ টাকা৷ বেগুনের দাম এত বেশি কেন? আলু আগের বছর ছিল ২২ টাকা, এবার ৩৫ টাকা৷’ মুখ্যমন্ত্রীর অবশ্য দাবি, অন্যান্য রাজ্যে দাম আরও অনেক বেশি৷

সবজির দামবৃদ্ধির জন্য অবশ্য কেন্দ্রীয় সরকারকেও দুষেছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বলেন, ‘শেষ দশ দিনে দামটা প্রচুর বেড়েছে৷ নতুন সরকার ক্ষমতায় আসার পর৷ হয়তো নির্বাচনী বন্ডে টাকা তুলেছে, পার্টি ফান্ডে দিয়েছে৷’

আরও পড়ুন: ‘বিজেপিতে যোগ দিতে চান কুণাল’, দাবি কল্যাণের! রাত আটটায় ফের বোমা ফাটাবেন তৃণমূল নেতা

এর পাশাপাশি এ দিন আলু এবং পেঁয়াজের দাম নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী৷ আলুর দাম কমাতে কোল্ড স্টোরেজ থেকে মজুত করে রাখা আলু ছাড়ারও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বলেন, ‘এখনও হিমঘরে ৪৫ লক্ষ মেট্রিক টন আলু মজুত রয়েছে৷ নতুন আলু আবার উঠবে জানুয়ারি মাসে৷ ২৫ শতাংশ আলু রেখে বাকি আলু আস্তে আস্তে বাজারে ছেড়ে দিন৷’

স্থানীয় ভাবে পেয়াঁজ উৎপাদন হওয়া সত্ত্বেও কেন পেয়াঁজের দাম বাড়ছে, সেই প্রশ্ন তুলেছেন মমতা৷ পেয়াঁজের জন্য নাসিকের উপরে নির্ভরতাও কমানোর উপরে জোর দিয়েছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, বেশি মুনাফার লোভে সবজি অন্য দেশে পাঠিয়ে দিচ্ছে৷ আমার নিজের রাজ্যের চাহিদা না মিটিয়ে অন্য দেশে জিনিস পাঠানো যাবে না৷ এটা তো কৃষি মন্ত্রকের দেখা উচিত৷ শাক সবজির দাম কমাতে আগামিকাল থেকেই কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি চাষিদের থেকে সরাসরি সবজি কিনে সুফল বাংলার স্টলে বিক্রি করার পরামর্শও দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, ‘এটা করলেই দশ দিনে দাম আগের অবস্থায় চলে আসবে৷ উপায় যখন আছে তখন ব্যবস্থা নেবেন না কেন?’