শহরের সব রাস্তায় টোটোর ভিড়। 

টোটো চালাচ্ছে ‘ওরা’ কারা! তাই কি বাড়ছে এত দুর্ঘটনা! বড় কারণ জানা গেল

আসানসোল : বিগত কয়েক বছরে শহরজুড়ে হুহু করে বেড়েছে টোটোর সংখ্যা। বেকার যুবকরা রোজগারের আশায় টোটো নিয়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। তাতে বহু মানুষের সুবিধা হয়েছে। কিন্তু একই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে যানজট।

অনিয়ন্ত্রিত টোটো চলাচল দেখা গিয়েছে বহ জায়গায়। শহর জুড়ে বেড়েছে রুটহীন টোটোর সংখ্যা। অন্যদিকে নাবালকদের হাতেও দেখা যাচ্ছে টোটোর স্টিয়ারিং। একেবারে কমবয়সী ছেলেরা চালাচ্ছে টোটো। প্রশ্ন উঠছে, তাই কি বাড়ছে এত দুর্ঘটনা!

আরও পড়ুন- রবি শাস্ত্রীর ভবিষ্যদ্বাণী, ভবিষ্যতে টেস্ট খেলবে ‘এই’ ৬টা দেশ, বাকি সবাই বাদ!

এই বিষয়গুলি চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে প্রশাসনের কাছে। বিশেষ করে যখন নাবালক টোটো চালকদের হাতে দেখা যাচ্ছে টোটোর স্টিয়ারিং!যাত্রীদের নিয়ে আনাগোনা করতে দেখা যাচ্ছে তাদের। ফলে বাড়ছে বিপদের আশঙ্কা।

রুট ছাড়া বহু টোটো চলাচল করছে শহরজুড়ে। তাতে শহরে যানজট বাড়ছে। বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। পারমিট, রেজিস্ট্রেশন ছাড়াও বহু টোটো শহর জুড়ে ঘুরছে। আর এই সব কিছুর বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

অন্যদিকে, টোটো চালকরা করছেন বড় অভিযোগ। তাঁরা বলছেন, টোটো কিনেছেন তাঁরা ঋণ নিয়ে। মাসে মাসে কিস্তি পরিশোধ করতে হয়। কিন্তু টোটো কেনার সময়ই তাঁরা প্রতারিত হয়েছেন।

তাঁদের দাবি, তাঁরা যখন টোটো কিনেছেন, তখন টোটোর শোরুমের মালিকরা জানিয়েছিলেন, সমস্ত টোটোর রেজিস্ট্রেশন আছে। তাঁরা নিশ্চিন্তে টোটো চালাতে পারেন। যাত্রী পরিবহন করতে পারেন। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, সেই টোটোগুলির রেজিস্ট্রেশন বা পারমিট নেই।

আরও পড়ুন- কালো রঙের মাংস, কালো ডিম! ‘এই’ একটা ব্যবসা করে এমএস ধোনি মালামাল

খুব স্বাভাবিকভাবেই সমস্ত বিষয়গুলিকে নিয়ন্ত্রণে আনতে আসানসোলে পুলিশ প্রশাসন নড়েচড়ে বসেছে। রুট বা পারমিটহীন টোটোগুলির বিরুদ্ধে নেওয়া হচ্ছে পদক্ষেপ।

এই বিষয়ে তৃণমূলের শ্রমিক নেতা রাজু আলুওয়ালিয়া বলছেন, পুলিশের অভিযান কারও উপার্জন কেড়ে নেওয়ার জন্য নয়। টোটো অত্যাধিকভাবে বেড়ে যাওয়ার জন্য যানজট, দুর্ঘটনা বাড়ছে। তাছাড়া অনেক টোটোর রুট নেই। নাবালকরা টোটো চালাচ্ছে। তাই সমস্ত বিষয়গুলিকে নিয়মের মধ্যে আনতে পুলিশ অভিযান শুরু করেছে। এক মাসের মধ্যে সব বিষয় ঠিক হয়ে যাবে বলে তিনি আশ্বাস দিয়েছেন।

নয়ন ঘোষ