: সাধারণ পাতি লেবু নয় , এবার বিদেশি প্রজাতির পাতি লেবুর চাষ শুরু করতে পারেন আপনারাও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শঙ্করমহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে রেড লেমন নামের একটি বিদেশি প্রজাতির পাতি লেবু গাছ। নার্সারির কর্ণধার শঙ্করদত্তের কথায়, সাধারণ লেবুর থেকে এই রেড লেমন চাষ করলে বেশ কিছু টাকা বেশি আয় করা যেতে পারে। কারণ এই প্রজাতির লেবুতে রসের পরিমাণ যেমন বেশি , ঠিক সেরকমই ফলনও অনেক বেশি। এছাড়াও এই লেবুর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।

Foriegn Lemon Cultivation: একবার গাছ লাগিয়ে ২৫ বছর ফলন পাবেন, বিদেশি এই লেবু চাষে প্রচুর লাভ, দেদার রোজগার

: সাধারণ পাতি লেবু নয় , এবার বিদেশি প্রজাতির পাতি লেবুর চাষ শুরু করতে পারেন আপনারাও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শঙ্করমহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে রেড লেমন নামের একটি বিদেশি প্রজাতির পাতি লেবু গাছ। নার্সারির কর্ণধার শঙ্করদত্তের কথায়, সাধারণ লেবুর থেকে এই রেড লেমন চাষ করলে বেশ কিছু টাকা বেশি আয় করা যেতে পারে। কারণ এই প্রজাতির লেবুতে রসের পরিমাণ যেমন বেশি , ঠিক সেরকমই ফলনও অনেক বেশি। এছাড়াও এই লেবুর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।
: সাধারণ পাতি লেবু নয় , এবার বিদেশি প্রজাতির পাতি লেবুর চাষ শুরু করতে পারেন আপনারাও। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর শঙ্করমহাদেব নার্সারিতে পাওয়া যাচ্ছে রেড লেমন নামের একটি বিদেশি প্রজাতির পাতি লেবু গাছ। নার্সারির কর্ণধার শঙ্করদত্তের কথায়, সাধারণ লেবুর থেকে এই রেড লেমন চাষ করলে বেশ কিছু টাকা বেশি আয় করা যেতে পারে। কারণ এই প্রজাতির লেবুতে রসের পরিমাণ যেমন বেশি , ঠিক সেরকমই ফলনও অনেক বেশি। এছাড়াও এই লেবুর আরও বিশেষ কিছু বিশেষত্ব রয়েছে।
এই বিষয়ে শঙ্করদত্ত জানিয়েছেন , "লেবু এখন প্রত্যেকদিনই প্রায় মানুষের প্রয়োজন হয়। লেবুর চাহিদা আছে বাজারে। আমাদের নার্সারিতে এবার যে গাছ পাওয়া যাচ্ছে সেটা ভারতীয় নয়, বিদেশি প্রজাতির রেড লেমন গাছ পাওয়া যাচ্ছে। এই লেবুর ছোট অবস্থা থেকেই প্রচুর পরিমাণে রস পাওয়া যাবে।" 
এই বিষয়ে শঙ্করদত্ত জানিয়েছেন , “লেবু এখন প্রত্যেকদিনই প্রায় মানুষের প্রয়োজন হয়। লেবুর চাহিদা আছে বাজারে। আমাদের নার্সারিতে এবার যে গাছ পাওয়া যাচ্ছে সেটা ভারতীয় নয়, বিদেশি প্রজাতির রেড লেমন গাছ পাওয়া যাচ্ছে। এই লেবুর ছোট অবস্থা থেকেই প্রচুর পরিমাণে রস পাওয়া যাবে।”
এই প্রজাতির লেবু গাছ থেকে একটানা প্রায় ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে। এছাড়াও বছরের প্রায় ৬ মাস ধরে ফলন পাওয়া যাবে এই গাছ থেকে। গাছ লাগানোর ১ বছর পর থেকেই ফলন পাওয়া যাবে, তবে দু-বছর পর থেকে সম্পূর্ণ ভাবে বেশি পরিমাণে পর্যাপ্ত ফলন মিলবে এই গাছ থেকে।
এই প্রজাতির লেবু গাছ থেকে একটানা প্রায় ২৫ বছর পর্যন্ত ফলন পাওয়া যাবে। এছাড়াও বছরের প্রায় ৬ মাস ধরে ফলন পাওয়া যাবে এই গাছ থেকে। গাছ লাগানোর ১ বছর পর থেকেই ফলন পাওয়া যাবে, তবে দু-বছর পর থেকে সম্পূর্ণ ভাবে বেশি পরিমাণে পর্যাপ্ত ফলন মিলবে এই গাছ থেকে।
জানা গিয়েছে , একটা গাছ থেকে বছরে দেড় হাজার পিস লেবু পাওয়া যেতে পারে। এছাড়াও এই লেবু বড় হলে প্রায় ৭০ গ্রাম ওজন হয়। এবং প্রচুর পরিমাণে এই লেবু থেকে রস পাওয়া যায়। এই বিষয়ে শঙ্করদত্ত আরও জানিয়েছেন, "অন্যান্য সাধারণ লেবুর মতই খরচ এই লেবু চাষে। চাষ পরিশ্রম এবং লোকসানের ভয় সেরকম নেই।
জানা গিয়েছে , একটা গাছ থেকে বছরে দেড় হাজার পিস লেবু পাওয়া যেতে পারে। এছাড়াও এই লেবু বড় হলে প্রায় ৭০ গ্রাম ওজন হয়। এবং প্রচুর পরিমাণে এই লেবু থেকে রস পাওয়া যায়। এই বিষয়ে শঙ্করদত্ত আরও জানিয়েছেন, “অন্যান্য সাধারণ লেবুর মতই খরচ এই লেবু চাষে। চাষ পরিশ্রম এবং লোকসানের ভয় সেরকম নেই।
তবে একটু উঁচু জায়গায় এই লেবু গাছ লাগাতে হবে। যেন গাছের গোঁড়ায় জল না জমে থাকে। সাধারণ লেবু গাছ থেকে পাঁচ বছরে যা ফলন পাওয়া যাবে , রেড লেমন গাছ থেকে তার দ্বিগুণ ফলন পাওয়া যাবে। এর স্বাদ সাধারণ লেবুর মত একই। তবে লেবু পরিপূর্ণ হলে ভিতরের অংশের রং হবে বাতাবি লেবুর মত।"
তবে একটু উঁচু জায়গায় এই লেবু গাছ লাগাতে হবে। যেন গাছের গোঁড়ায় জল না জমে থাকে। সাধারণ লেবু গাছ থেকে পাঁচ বছরে যা ফলন পাওয়া যাবে , রেড লেমন গাছ থেকে তার দ্বিগুণ ফলন পাওয়া যাবে। এর স্বাদ সাধারণ লেবুর মত একই। তবে লেবু পরিপূর্ণ হলে ভিতরের অংশের রং হবে বাতাবি লেবুর মত।”
রেড লেমন নামের এই গাছের দাম রাখা হয়েছে দেড়শো টাকা প্রতি পিস। এখনও বাজারে সেভাবে প্রচলিত নেই এই গাছ। তবে নার্সারি কর্তৃপক্ষ আশাবাদী, বাজারে চলতে লাগলেই ব্যাপক দাম পাওয়া যাবে এই লেবুর। লাল রং এবং অত্যাধিক রসের কারণে জনপ্রিয় হয়ে উঠবে এই প্রজাতির লেবু। সব মিলিয়ে রেড লেমন চাষ করে লাভবান হতে পারবেন চাষিরা। Input- Banowarilal Chowdhary
রেড লেমন নামের এই গাছের দাম রাখা হয়েছে দেড়শো টাকা প্রতি পিস। এখনও বাজারে সেভাবে প্রচলিত নেই এই গাছ। তবে নার্সারি কর্তৃপক্ষ আশাবাদী, বাজারে চলতে লাগলেই ব্যাপক দাম পাওয়া যাবে এই লেবুর। লাল রং এবং অত্যাধিক রসের কারণে জনপ্রিয় হয়ে উঠবে এই প্রজাতির লেবু। সব মিলিয়ে রেড লেমন চাষ করে লাভবান হতে পারবেন চাষিরা। Input- Banowarilal Chowdhary