মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee: ‘কে বড় নেতা, কে ছোট নেতা দেখবেন না!’ চিন্তা একুশের ফল, আরামবাগে দলকেই সতর্ক করলেন মমতা

আরামবাগ: লোকসভা নির্বাচনের প্রচার পর্বে একটানা বিজেপি, সিপিআইএম, কংগ্রেসকে আক্রমণ করেছেন৷ কিন্তু হুগলির আরামবাগের সভায় গিয়ে বিরোধীদের আক্রমণের পাশাপাশি নিজের দলের নেতাদেরও সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তৃণমূলনেত্রী বুঝিয়েই দিলেন, আরামবাগে নেতাদের দ্বন্দ্বই শাসক দলের অন্যতম প্রধান চিন্তা৷

তবে আত্মবিশ্বাসী মমতা বলেন, মানুষই হারিয়েছে, মানুষই জেতাবে৷ গত বিধানসভা নির্বাচনে আরামবাগ লোকসভার অন্তর্গত খানাকুল, পুরশুড়ার মতো আসনগুলি দখল করে নেয় বিজেপি৷ এবারের লোকসভা নির্বাচনে আরামবাগে প্রার্থীও বদল করেছে তৃণমূল৷ অপরূপা পোদ্দারের বদলে সেখানে প্রার্থী করা হয়েছে মিতালী বাগকে৷

আরও পড়ুন: ফোন বন্ধ করে আচমকা গণছুটিতে কর্মীরা, দেশজুড়ে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের প্রায় একশো বিমান বাতিল!

তবে বিজেপি, সিপিআইএম-কে তীব্র আক্রমণ করার পাশাপাশি অবশ্য আরামবাগ লোকসভা কেন্দ্রে দলের নেতাদেরও সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তৃণমূলের চিন্তা যে দলের গোষ্ঠীদ্বন্দ্ব, তা বুঝিয়ে দিয়েই আরামবাগের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, অনেক কষ্টে আরামবাগ উদ্ধার হয়েছে। আমাদের স্থানীয় নেতাদের বলব কে বড় নেতা আর কে ছোট নেতা দেখবেন না। মানুষের কথা ভাবুন। খানাকুল আর পুড়শুড়ায় একটু সমস্যা আছে। মানুষ হারিয়েছে আবার মানুষ জেতাবে।
গত বিধানসভা ভোটের ফলাফলের ভিত্তিতে রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, আরামবাগে এবার যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে৷ সম্ভবত সেই কারণেই এ দিন দলের নেতাদের উদ্দেশে সতর্কবার্তা শোনা গেল তৃণমূলনেত্রীর মুখে৷

এ দিনের সভা থেকে অবশ্য যথারীতি বিজেপি এবং সিপিএমকে তীব্র আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আরামবাগ আমার কাছে নতুন কিছু নয়। নতুনরা হয়তো ভুলে গিয়েছেন আগের আরামবাগ আর নতুন আরামবাগ কতটা আলাদা। রাস্তা, রেল সব আমার করে দেওয়া৷ কোনও কাজ বাকি নেই। এবার যেটা করণীয় বিজেপিকে ভোট যুদ্ধে হারানো৷

বাম আমলের কথা মনে করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আজ সিপিআইএম সাধু সাজে। আর সিপিআইএমের হার্মাদগুলো বিজেপি হয়েছে। এই এলাকা আমার থেকে বেশি কেউ চেনে না। গড়বেতা থেকে চমকাইতলা থেকে আরামবাগ পর্যন্ত মাটির নীচে সুড়ঙ্গ করা থাকত। মানুষের প্রতি অত্যাচার করে সেখানে ফেলে দিত। এই সিপিএম এখন বিজেপির সাথে হাত মিলিয়েছে। বিজেপির নেতা হল সিপিএমের হার্মাদ। এরা জিতলে ফের চমকাইতলা হবে। তখন আমাকে বলবেন না। আমি আপনাদের সতর্ক করলাম। আমাদের কেউ অন্যায় করলে আমি ডেকে তাকে দুটো চড় মারতে পারি। বিজেপি তা করবে না।