Mamata Banerjee

Mamata On Flood Relief : ডিএম-সুপারদের ত্রাণ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, বন্যা পরিস্থিতি মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ

কলকাতা: ত্রাণ সামগ্রী কোনও ভাবেই আটকে রাখা যাবে না। সবাইকে পর্যাপ্ত পরিমাণে ত্রাণ দিতে হবে। সরকারের তরফে পর্যাপ্ত ত্রাণ দেওয়া হয়েছে। আমার কাছে ত্রাণ নিয়ে যেন কোনও অভিযোগ না আসে।” জেলাশাসক-পুলিশ সুপারদের নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রীর কড়া বার্তা।এদিনের বৈঠকে দুই জেলাশাসককেও সতর্ক করেন মুখ্যমন্ত্রী। নবান্ন সূত্রে খবর, বৈঠকে মমতা প্রশাসনিক দুই কর্তাকে বলেন, “তোমরা কিন্তু ত্রাণ আটকে রাখবে না।” একইসঙ্গে আগামী পয়লা, দোসরা ও তেসরা অক্টোবর সতর্ক বান আসতে পারে বলে সতর্ক থাকার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে সব রকমের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক পুলিশ সুপারদের উদ্দেশ্যে মমতা বলেন, “আপনারা মাঠে ময়দানে থাকবেন।” পুজোর সময় যাতে কোনও সাম্প্রদায়িক সমস্যা না হয় সেদিকে নজর রাখতে হবে বলেও বৈঠকে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী।