মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata On RG Kar: ‘আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট চাই…’, আরজি কর কাণ্ডে অপরাধীর ফাঁসির দাবিতে একাধিক কর্মসূচি ঘোষণা মমতার

কলকাতা: আরজি কর কাণ্ড নিয়ে গলা চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মামলা হাতে নেওয়ার পর প্রায় ১৬ দিন কেটে গেলেও কেন সিবিআই কাউকে গ্রেফতার করতে পারল না, সেই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী৷ একইসঙ্গে তদন্তের আসল অভিমুখ ঘুরিয়ে দিতে চাইছে বিজেপি বলেও এ দিন অভিযোগ করেছেন মমতা৷ একইসঙ্গে বুধবার যুব তৃণমূলের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে আরজি কর কাণ্ডে দোষীর ফাঁসির দাবিতে ফের একবার গর্জে ওঠেন মমতা। ঘোষণা করেন একাধিক পরিকল্পনার।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ‘আগামী শুক্রবার ফাঁসির দাবিতে কলেজের গেটে গেটে সভা। তৃণমূলের প্রথম সারির নেতা-নেত্রীরা সবাই থাকবেই। শনিবার ব্লকে ব্লকে করা হবে মিছিল, ধরনা। ১ তারিখ অর্থাৎ পয়লা সেপ্টেম্বর মেয়েরা ব্লকে ব্লকে ধরনা করবেন। এই ধরনের নেতৃত্বের জন্য মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যকে দায়িত্ব দেওয়ার কথাও ঘোষণা করেন তৃণমূল সুপ্রিমো। একইসঙ্গে তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধিরা কেন সমাজ মাধ্যমে আরও বেশি সক্রিয় নন সেই প্রশ্নও তোলেন মমতা। নেতা কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল নেত্রীর প্রশ্ন ‘কেন সে ভাবে ফেক ভিডিওর বিরুদ্ধে প্রচার হচ্ছে না?’

আরও পড়ুন: সাগরে নতুন’ হুঁশিয়ারি! আবহাওয়ার চরম রদবদল! বৃষ্টির ‘মহাখেলা’ শুরু কবে? তারিখ বলে সতর্ক করল আইএমডি!

আরজি কর কাণ্ডে ফাঁসির দাবি তুলে মমতা বলেন, “আমরাও ক্যাপিটাল পানিশমেন্ট চাই। এটা হলে এই ধরণের অপরাধ থেমে যাবে। আর যারা ধর্ষণে অভিযুক্ত তাদের ছাড়ার অনুরোধ করবেন না।”

আরও পড়ুন: সেপ্টেম্বরে ‘এতগুলো’ ছুটি…! কবে কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ? দেখুন তারিখ-সহ ছুটির পূর্ণাঙ্গ তালিকা

একইসঙ্গে এদিন গতকালের নবান্ন অভিযানের নেপথ্যে আসলে কারা ছিলেন, সেই প্রশ্নও তুলেছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি, মমতার হুঁশিয়ারি, বাংলার উপরে কোনও অত্যাচার হলে তিনি মেনে নেবেন না৷ মুখ্যমন্ত্রী অভিযোগ তোলেন, গতকালের নবান্ন অভিযানে যাতে প্রাণহানির ঘটনা ঘটে, সেই ছক কষা হয়েছিল৷ কিন্তু পুলিশ সংযত থাকায় সেই পরিকল্পনা সফল হয়নি৷’