Capital Punishment: কলম ভাঙলেন বিচারক! চরম সাজার ঘোষণা শুনল চুঁচুড়া আদালত, দু’বছর আগে কী ঘটেছিল

হুগলি: কলম ভাঙলেন বিচারক। দীর্ঘ সময় পর চুঁচুড়া আদালত শুনল ফাঁসির সাজা। বাবা এবং সৎ মাকে খুনের অভিযোগে বুধবার নীলকান্ত সাহাকে দোষী সাব্যস্ত করে চুঁচুড়া আদালত। ঠিক তার সাত দিন পর ঠান্ডা মাথায় খুনের অভিযোগে আসামিকে ফাঁসির সাজা ঘোষণা করেন বিচারক সঞ্জয় শর্মা । এই নিয়ে উচ্চ আদালতে যাবেন বলে জানান আসামির আইনজীবী।

আদালত সূত্রে খবর, ২০২২ সালের ২৩ আগস্ট রাতে বলাগরের জিরাট স্টেশন রোডে রামকৃষ্ণ সাহার বাড়িতে খুন হন চন্দ্রকান্ত এবং অঞ্জনা সাহা নামের দম্পতি। তাঁদের ছেলে নীলকান্ত অন্যত্র থাকতেন। ঘটনার দিন রাতে নীলকান্ত ভাড়া বাড়িতে যায়। সেখানে গিয়ে তার সৎ মা এবং বাবাকে প্রথমে বাড়িতে দেখতে না পেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করে সামনের সোনার দোকানে। তারপর তারা বাড়িতে ফিরলে নীলকান্ত একটি ধারালো ছুরি দিয়ে তাদের গলার নলি কেটে সেখান থেকে পালিয়ে যায়। চিৎকার শুনে প্রথমে বাড়িওয়ালা তারপর প্রতিবেশীরা ঘটনাস্থলে এলে নীলকান্তকে ছুটে পালাতে দেখে। মামলার তদন্তকারী অফিসার ছিলেন সোমদেব পাত্র। তিনি ঘটনার তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে নীলকান্ত কে গ্রেফতার করে পুলিশ।

হুগলির মুখ্য সরকারি আইনজীবী শংকর গঙ্গোপাধ্যায় জানান, আদালতে মোট ২১ জন সাক্ষী দেন। এবং ঘটনাস্থলের পাশে যে গয়নার দোকানে নীলকান্ত অপেক্ষা করছিল, সেখানকার সিসি টিভি ফুটেজ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করতে বিশেষ সাহায্য করেছে। ৩০ জুলাই মঙ্গলবার চুঁচুড়া আদালতের প্রথম অতিরিক্ত দায়রা বিচারক সঞ্জয় শর্মা সাজা ঘোষণা করেন। অভিযুক্ত নীলকান্তকে ফাঁসির সাজা ঘোষণাকরেন। অভিযুক্তের পক্ষের আইনজীবী সুদীপ চৌধুরী বলেন,এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করা হবে।

রাহী হালদার