প্রতীকী ছবি৷

Wife demands money for physical relation: শারীরিক সম্পর্কের জন্য টাকা চাইছেন স্ত্রী! ডিভোর্স চেয়ে আদালতে মামলা স্বামীর

তাইওয়ান: শারীরিক সম্পর্কের জন্য টাকা দাবি করছেন স্ত্রী৷ এই অভিযোগ তুলেই বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করলেন স্বামী৷ এমনই ঘটনা ঘটেছে তাইওয়ানে৷

সাউথ চায়না মর্নিং পোস্ট-এ প্রকাশিত একটি রিপোর্ট অনুযায়ী, ওই দম্পতির ২০১৪ সালে বিয়ে হয় এবং দুটি সন্তানও রয়েছে৷ আদালতে ডিভোর্সের মামলা দায়ের করে ওই ব্যক্তি অভিযোগ করেছেন, ২০১৭ সালে মাসে একবারই তাঁর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হতেন তাঁর স্ত্রী৷ ২০১৯ সালে একবারও স্বামীর সঙ্গে শারীরিক সম্পর্কে রাজি হননি ওই মহিলা৷

আরও পড়ুন: চাকরই তিনশো কোটির মালিক, থাকেন আমেরিকায়! হাসিনার নিজের সম্পত্তির পরিমাণ কত?

এমন কি, স্বামীর সঙ্গে কথা বলাও বন্ধ করে দেন তিনি৷ এর পর ২০২১ সাল থেকে প্রত্যেকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য স্বামীর কাছে ১৫ ডলার (আনুমানিক ১২০০ টাকা) করে দাবি করেন তিনি৷ এমন কি, নিজের পরিচিত এবং আত্মীয়দের কাছে তাঁর স্বামী মোটা এবং শারীরিক সম্পর্ক তৈরিতে অক্ষম বলেও ছড়িয়ে দেন ওই মহিলা৷

স্ত্রী এই ভাবে অর্থ দাবি করার পরই ডিভোর্সের মামলা দায়ের করেন স্বামী৷ কিন্তু তখন ওই ব্যক্তির স্ত্রী তাঁর সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রতিশ্রুতি দেন৷ স্ত্রীর কথায় বিশ্বাস করে মামলা প্রত্যাহার করে নেন ওই ব্যক্তি৷ এমন কি, নিজের সম্পত্তিও স্ত্রীর নামে নথিভুক্ত করান তিনি৷ যদিও তার পরেও তাঁর স্ত্রী নিজের আগের অবস্থান থেকে সরে আসেননি বলেই অভিযোগ ওই ব্যক্তির৷

শেষ পর্যন্ত এ বছর ফের একবার স্ত্রীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন ওই ব্যক্তি৷ তিনি দাবি করেছেন, প্রায় দু বছর তাঁদের মধ্যে কথা বন্ধ৷ প্রয়োজনে একটি মেসেজিং অ্যাপের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ রাখেন তাঁরা৷ বিয়ে টিকিয়ে রাখতে কাউন্সেলিং করিয়েও লাভ হয়নি বলে আদালতে জানান ওই ব্যক্তি৷

সম্প্রতি তাইওয়ানের একটি আদালত ওই ব্যক্তির আবেদনে সাড়া দিয়ে ডিভোর্সের অনুমতি দেয়৷ এই নির্দেশকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে আবেদন করেন ওই ব্যক্তির স্ত্রী৷ কিন্তু সেই আবেদনে সাড়া দেয়নি আদালত৷