ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনি শিকার এক যুবক ঘটনাস্থলে পুলিশ

North 24 Parganas News: ছেলেধরা সন্দেহে ফের গণপিটুনি বসিরহাটে! পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে পরিস্থিতি

বসিরহাট: ছেলে ধরা সন্দেহে ফের গণপিটুনি শিকার এক যুবক। গত কয়েকদিন ছেলেধরা সন্দেহে সরগরম ছিল উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু এলাকা। বেশকিছুদিন পর ফের ছেলে ধরা সন্দেহে গণপিটুনি জেলায়। উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর দাসপাড়ার ঘটনা।

এদিন এক যুবককে ছেলে ধরা সন্দেহে বেঁধে রেখে মারধর শুরু করে স্থানীয় যুবকরা। ঘটনাস্থলে যায় মাটিয়া থানার পুলিশ। অভিযোগ ওই যুবক অসংলগ্ন অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল তার কাছ থেকে একটি বস্তা পাওয়া গেছে। তাকে এলাকার বেশকিছু যুবক সন্দেহ করে।এলাকায় ঘোরাঘুরি করছিল সেই সময় সন্দেহ হয় ওই ব্যক্তির কথা শোনার আগেই তাকে মারধর শুরু করে এলাকার বেশ কিছু গ্রামবাসী।

আরও পড়ুনঃ Education: উচ্চ মাধ্যমিকের পরে প্রাথমিক শিক্ষকের প্রশিক্ষণ নিলেই মিলবে টেটে বসার সুযোগ

ইতিমধ্যে রাজ্য প্রশাসন সতর্ক করার নির্দেশিকা জারি করেছে আইন হাতে তুলে দেবেন না। তার জন্য কড়া ব্যবস্থা নেওয়া হবে। রীতিমতো প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে ফের ছেলে ধরা সন্দেহ যুবককে মারধর। এত মাইকিং প্রচার পুলিশের কড়া নির্দেশ থাকা সত্ত্বেও তাহলে কি তাদের কারণে সচেতনতার বার্তা পৌঁছাচ্ছে না! ফের একবার প্রশ্ন উঠল এই ঘটনাকে ঘিরে।

জুলফিকার মোল্যা