Manasa Puja on Sawan Sankranti: শ্রাবণ সংক্রান্তিতে মনসাপুজো! কবে সেই বিশেষ দিন? কোন ২টি জিনিস দিলেই ছারখার জীবন,জানুন

বাংলার ঘরে ঘরে বর্ষাকালে একাধিক সময়ে মা মনসার পুজো পালিত হয়৷ মনে করা হয় বর্ষায় সর্পদেবীর পুজো করলে সর্পাঘাত থেকে মুক্তি পাওয়া যায়৷
বাংলার ঘরে ঘরে বর্ষাকালে একাধিক সময়ে মা মনসার পুজো পালিত হয়৷ মনে করা হয় বর্ষায় সর্পদেবীর পুজো করলে সর্পাঘাত থেকে মুক্তি পাওয়া যায়৷

 

বহু পরিবারে শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হন দেবী মনসা৷ এ বছর শ্রাবণ মাসের শেষ দিন পড়েছে আগামী ১৭ অগাস্ট, শনিবার৷ সেই দিন সমাপ্ত হবে এক মাসব্যাপী মনসাপূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগপূজা।
বহু পরিবারে শ্রাবণ সংক্রান্তিতে পূজিতা হন দেবী মনসা৷ এ বছর শ্রাবণ মাসের শেষ দিন পড়েছে আগামী ১৭ অগাস্ট, শনিবার৷ সেই দিন সমাপ্ত হবে এক মাসব্যাপী মনসাপূজা, নাগপঞ্চমী ও অষ্টনাগপূজা।

 

সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় কীভাবে পুজো করবেন সর্পদেবীর৷ বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷
সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধির কামনায় কীভাবে পুজো করবেন সর্পদেবীর৷ বলেছেন জ্যোতিষ বিশারদ পণ্ডিত রাজকুমার শাস্ত্রী৷

 

বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীক স্বরূপ পূজিতা হন বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা৷ অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট বা ঝাঁপিরও পুজো করা হয়৷
বেশিরভাগ সংসারে দেবী মনসার প্রতীক স্বরূপ পূজিতা হন বৃক্ষের ডাল বা বৃক্ষ শাখা৷ অনেক জায়গায় সাপের ছবি আঁকা ঘট বা ঝাঁপিরও পুজো করা হয়৷

 

মনসাগাছ, ঝাঁপি বা বিগ্রহেও মনসাপুজো করা হয়। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। তবে এই পুজোয় ধূপধুনো একদমই দেবেন না।
মনসাগাছ, ঝাঁপি বা বিগ্রহেও মনসাপুজো করা হয়। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। তবে এই পুজোয় ধূপধুনো একদমই দেবেন না।

 

পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।
পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।

 

মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়। মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।
মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়। মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।

 

পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব। পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ।
পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব। পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ।

 

এর পর ভাদ্রমাসে ৭ ভাদ্র বা ২৪ অগাস্ট, ২২ ভাদ্র বা ৮ সেপ্টেম্বর এবং ৩১ ভাদ্র বা ১৭ সেপ্টেম্বর মনসাদেবীর পুজো করা যাবে।
এর পর ভাদ্রমাসে ৭ ভাদ্র বা ২৪ অগাস্ট, ২২ ভাদ্র বা ৮ সেপ্টেম্বর এবং ৩১ ভাদ্র বা ১৭ সেপ্টেম্বর মনসাদেবীর পুজো করা যাবে।