সর্পসঙ্কুল অঞ্চল বাংলায় বর্ষাকাল জুড়ে একাধিক বার পূজিত হন সর্বদেবী মা মনসা। ভক্তদের প্রচলিত বিশ্বাস, সাপ-সহ যে কোনও বিষধর জীবের দংশন থেকে রক্ষা পাওয়া যায় মা মনসার পুজো করলে।

Manasa Puja Rituals 2024: শনিবার শ্রাবণ সংক্রান্তিতে মনসাপুজো! সর্পদেবীকে দিন এই লাল ফুল, ৭ পাতা, এই ২ জিনিস দিলেই ছারখার সংসার

সর্পসঙ্কুল অঞ্চল বাংলায় বর্ষাকাল জুড়ে একাধিক বার পূজিত হন সর্বদেবী মা মনসা। ভক্তদের প্রচলিত বিশ্বাস, সাপ-সহ যে কোনও বিষধর জীবের দংশন থেকে রক্ষা পাওয়া যায় মা মনসার পুজো করলে।
সর্পসঙ্কুল অঞ্চল বাংলায় বর্ষাকাল জুড়ে একাধিক বার পূজিত হন সর্বদেবী মা মনসা। ভক্তদের প্রচলিত বিশ্বাস, সাপ-সহ যে কোনও বিষধর জীবের দংশন থেকে রক্ষা পাওয়া যায় মা মনসার পুজো করলে।

 

আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত একাধিক দিন ও তিথিতে পূজিতা হন সর্পদেবী। শ্রাবণমাসের প্রতি মঙ্গল ও শনিবার মনসাদেবীর পুজো করা হয়। তবে নাগপঞ্চমী এবং শ্রাবণ সংক্রান্তি তিথি খুবই গুরুত্বপূর্ণ।
আষাঢ় থেকে শুরু করে ভাদ্র মাস পর্যন্ত একাধিক দিন ও তিথিতে পূজিতা হন সর্পদেবী। শ্রাবণমাসের প্রতি মঙ্গল ও শনিবার মনসাদেবীর পুজো করা হয়। তবে নাগপঞ্চমী এবং শ্রাবণ সংক্রান্তি তিথি খুবই গুরুত্বপূর্ণ।

 

 এ বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে শনিবার, ১৭ অগাস্ট। মনে করা হয় তাঁর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। কী কী করা হবে তাঁর পুজোয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।
এ বছর শ্রাবণ সংক্রান্তি পড়েছে শনিবার, ১৭ অগাস্ট। মনে করা হয় তাঁর পুজো করলে সংসারে সুখ সমৃদ্ধি ও শান্তি বজায় থাকে। কী কী করা হবে তাঁর পুজোয়, জানুন। বলছেন জ্যোতিষ বিশারদ নন্দকিশোর মুদগল।

 

 মনসাগাছের শাখা, ঝাঁপি, বিগ্রহে মনসাপুজো করা হয়। কোথাও কোথাও তিনি বিগ্রহেও পূজিতা হন। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। নিবেদন করা হয় মাটির পাত্রে।
মনসাগাছের শাখা, ঝাঁপি, বিগ্রহে মনসাপুজো করা হয়। কোথাও কোথাও তিনি বিগ্রহেও পূজিতা হন। পুজোর অন্যতম উপকরণ দুধ এবং কলা। নিবেদন করা হয় মাটির পাত্রে।

 

তবে মনসাদেবীর পুজোয় ধূপধুনো একদমই দেবেন না। পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।
তবে মনসাদেবীর পুজোয় ধূপধুনো একদমই দেবেন না। পুজোয় মা মনসাকে অবশ্যই নিবেদন করুন পায়েস বা ক্ষীর। অনেক স্থানে এই পুজোয় অন্নভোগ দেওয়া হয়। বলিদানও প্রচলিত কোথাও কোথাও।

 

মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়।
মনসাদেবীর পুজোয় অবশ্যই নিবেদন করুন রক্তজবা। পাশাপাশি শালুক ও পদ্মফুলও দিতে পারেন তাঁর পুজোয়।

 

মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব।
মনসাদেবীর পুজোয় সাদা ও হলুদফুল নিবেদন করাও শুভ বলে মনে করা হয়।পান সুপুরি, দূর্বা ছাড়াও তুলসিপাতা, বেলপাতা প্রয়োজন হয় মনসাদেবীর পুজোয়। পুজোর ঘটে স্থাপন করা হয় আম্রপল্লব।

 

পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ।
পুজোর নৈবেদ্য সাজিয়ে দেওয়া হয় কলাপাতায় বা কচুপাতায়। সব মিলিয়ে এই ৭ রকম পাতা মনসাদেবীর পুজোয় অবিচ্ছেদ্য অঙ্গ।

 

মনসাপুজোর দিন সাত্তিক আহার গ্রহণ করুন। আমিষ বা তামসিক আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়।
মনসাপুজোর দিন সাত্তিক আহার গ্রহণ করুন। আমিষ বা তামসিক আহার গ্রহণ না করাই বাঞ্ছনীয়।