আবার ফাইনালে মনু।

Manu Bhaker in Olympics 2024: অলিম্পিক্সে হ্যাটট্রিক থেকে একধাপ দূরে! মহিলাদের ২৫ মিটার পিস্তলের ফাইনালে মনু

প্যারিস: আবার অলিম্পিক্সের ফাইনালে মনু। এবার ২৫ মিটার এয়ার পিস্তলের ফাইনালে উঠলেন ভারতের শুটিং সেনসেশান মনু ভাকের। মনুর সঙ্গেই এদিন মহিলাদের ২৫ মিটার পিস্তলের ইভেন্টে লড়লেন এষা সিং।

আরও পড়ুন: নাক দিয়ে নয়, সাপ শরীরের কোন অঙ্গ নিয়ে গন্ধ পায় জানেন?

কোয়ালিফিকেশান প্রিসিশন রাউন্ডে তিন নম্বরে ছিলেন মনু ভাকের। প্রথম তিন জনেরই সংগ্রহ ছিল ২৯৪ পয়েন্ট। এই রাউন্ডে ১০ নম্বরে শেষ করেছিলেন এষা সিং। কোয়ালিফিকেশন র‍্যাপিড রাউন্ডে লিড বাড়ান মনু ভাকের। র‍্যাপিড রাউন্ডে ২৯৬ পয়েন্ট স্কোর করেন মনু ভাকের। দুই পর্বের শেষে তাঁর পয়েন্ট দাঁড়ায় ৫৯০। দু’নম্বরে থেকে ফাইনালে উঠলেন মনু। যদিও লড়াই করেও ১৮ নম্বরে থেকে শেষ করলেন এষা সিং। ফাইনালে উঠতে পারলেন না এষা।

আরও পড়ুুন: এক কামড়েই ‘ছবি’! বিশ্বের সবচেয়ে বিষাক্ত গাছ, বিষক্রিয়ায় হার মানবে অনেক সাপও

এই অলিম্পিক্সে এখনও পর্যন্ত ৩টি পদক জিতেছে ভারত। তিনটি পদকের মধ্যে দুটোই জিতেছেন মনু ভাকের। এর আগে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছিলেন মনু। পরে সরবজোৎ সিংয়ের সঙ্গে মিলে মিক্সড ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ জিতেছেন মনু। এবার তাঁর সামনে হ্যাট-ট্রিকের সুযোগ। শনিবার দুপুর ১টায় হ্যাট-ট্রিকের লক্ষ্যে নামবেন মনু। ৮ জন প্রতিযোগী অংশ নেবেন ফাইনালে। যদি পদক পান, তা হলে ইতিহাস রচনা করবেন মনু ভাকের।