দেবজ্যোতি গুই

Success Story: ১০ দেশের লড়াইতে তৃতীয় বাঁকুড়ার দেবজ্যোতি, আকাশ ছোঁয়া সাফল্য বাঁকুড়ার খুদের

বাঁকুড়া: আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতায় তৃতীয় বাঁকুড়ার খুদের। ১০ দেশের মধ্যে তৃতীয় স্থান অধিকার করে ব্রোঞ্জ পদক চিনিয়ে আনল বাঁকুড়ার বাঁকুড়া সদর এক নম্বর ওয়ার্ডের গোপীনাথপুর মাঝপাড়ার বাসিন্দা দেবজ্যোতি গুই। দ্বিতীয় শ্রেণীর ছাত্র দেবজ্যোতি ৮ তম আন্তর্জাতিক ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৪ -এ ১০ দেশের সঙ্গে লড়াই করে তৃতীয় স্থান অধিকার করে অনূর্ধ আট বিভাগে। অংশগ্রহণকারী দেশের মধ্যে ছিল ভারত,বাংলাদেশ,নেপাল, ভুটান, শ্রীলঙ্কা,মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ওমান। কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বাঁকুড়ার এই খুদে উজ্জ্বল করল জেলার নাম। ইন্দোনেশিয়ার সঙ্গে তিন রাউন্ড “কাতা” করার পর তৃতীয় নির্বাচিত হয় দেবজ্যোতি।

বাঁকুড়ায় বাড়ি হলেও, দেবজ্যোতির বাবা স্বাস্থ্য দফতরের কর্মী হওয়ায় কর্মসূত্রে কলকাতায় বসবাস। ব্যারাকপুরের অ্যাসেম্বলি অফ এঞ্জেল সেকেণ্ডারী স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র দেবজ্যোতি গুই। বাবা মহাদেব গুই হেলথ ডিপার্টমেন্টে কর্মরত এবং মা শম্পা গুই একজন গৃহবধূ। ছোট থেকেই পড়াশোনার পাশাপাশি ছবি আঁকতে পছন্দ করে দেবজ্যোতি, তাছাড়া ক্যারাটেতেও দুর্দান্ত সে।

আরও পড়ুন – Manu Bhaker Coach: এলাকা খালি করা হচ্ছে, ছাড় পেলেন না অলিম্পিক্সে পদক এনে দেওয়া মনু ভাকেরের কোচের, উচ্ছেদ নোটিশে এখনই ছাড়তে হবে ভিটেমাটি

ব্যারাকপুরেই তিন বছর বয়স থেকে প্রশিক্ষণ নিয়েছে দেবজ্যোতি। ক্যারাটে ছাড়াও ক্রিকেট খেলা দেখতে পছন্দ করে সে। ভারতীয় কাপ্তান রোহিত শর্মা তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার। ভবিষ্যতে মার্শাল আর্ট করে ব্ল্যাক বেল্ট অর্জন করতে চায় দেবজ্যোতি গুই।

ছেলের সাফল্যে খুবই খুশি বাবা-মা। বাবা মহাদেব‌ গুই বলেন, “এটা খুব গর্বের বিষয়। বাঁকুড়া জেলার নাম দশটা দেশের সামনে উজ্জ্বল হল। গর্বে আমাদের বুক ফুলে উঠছে।” কর্মসূত্রে থাকেন কলকাতায়। মহাদেব গুই বলেন প্রতি দুই মাস অন্তর দেশের বাড়ি বাঁকুড়াতে আসা হয় তবে সামনের বছরই নিজের জেলায় স্বপরিবারে ফিরে আসবেন তিনি।

ছোট দেবজ্যোতি গুইকে শুধুমাত্র গতানুগতিক পড়াশোনাতে আবদ্ধ করে রাখেনি তার বাবা মা। পড়াশোনার পাশাপাশি প্রয়োজনীয়তা রয়েছে খেলা ধুলো এবং শরীর চর্চার। মার্শাল আর্ট তারই অন্যতম। ক্যারাটের প্রতি ভালোবাসা এবং অধ্যাবসায় এত কম বয়সে বাঁকুড়ার এই খুদেকে এনে দিল নজর কাড়া সফলতা। ভারতবর্ষের পাশাপাশি উজ্জ্বল হল প্রান্তিক বাঁকুড়ার নাম।

Neelanjan Banerjee