গাঁজা চাষ শুরু এবার দেশের ‘এই’ রাজ্যে! সরকার দিল অনুমতি, আর কোনও বাধা নেই!

নয়াদিল্লি: যে চাষ এতদিন চলত লুকিয়ে, বেআইনিভাবে, এবার সেটাই হবে বৈধভাবে! এ খবর পড়ে আপনারও প্রথমে অবিশ্বাস হতে পারে। ভাবতে পারেন, এমনটা আবার হয় নাকি! তাও ভারতে! এবার এদেশেরই একটি রাজ্যে আইনসম্মত ভাবে গাঁজা চাষ হবে। শুনে একটু অবাক হতে পারেন। তবে এই খবরে কোনও মিথ্যে নেই।

হিমাচল প্রদেশে এবার থেকে বৈধভাবে হবে গাঁজা চাষ। রীতিমতো সরকারি অনুমতি নিয়ে শুরু হবে চাষ। গাঁজা চাষের প্রস্তাব পাশ হয়ে গিয়েছে রাজ্য বিধানসভায়। বিধানসভার এক কমিটি সুপারিশ করেছিল, রাজ্যের কিছু অংশে গাঁজা চাষ করা গেলে তা চিকিৎসা ও শিল্পক্ষেত্রে সহায়তা করতে পারে। সেই মতো একটি রিপোর্ট জমা দিয়েছিল ওই কমিটি। এর পরই ওই প্রস্তাব পাশ হয়ে যায় বিধানসভায়।

আরও পড়ুন- বাবার মৃত্যুর খবরে বাড়ি আসছিলেন তরুণী, বাসের মধ্যেই ভূমিষ্ঠ হল তাঁর সন্তান…!

জানা গিয়েছে, হিমাচল প্রদেশের রাজস্ব মন্ত্রী জগৎ সিংহ নেগির নেতৃত্বাধীন ওই কমিটি জানিয়েছিল, তাঁদের রাজ্যে এই চাষের অনুকূল পরিবেশ রয়েছে। আর এই চাষের ফলে শিল্প ও চিকিৎসা ক্ষেত্রে সুবিধা হতে পারে অনেক। তাই শেষ পর্যন্ত প্রস্তাব পাশ হয়ে যায়। ওই কমিটি রিপোর্টে জানিয়েছিল, গাঁজা চাষে জল লাগে খুব কম। এমনকী, এই গাছের খুব বেশি পরিচর্যারও দরকার পড়ে না। অথচ চিকিৎসা ক্ষেত্রে এই গাছের গুরুত্ব অপরিসীম।

আরও পড়ুন- বন্যা দুর্গতদের পাশে মুখ্যমন্ত্রী, ৫৬৪ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা মাণিকের!

জানা গিয়েছে, শাসক এবং বিরোধী, দুই দলের বিধায়করাই সমর্থন জানিয়েছেন ওই প্রস্তাবে। জগৎ সিং বলেছেন, চিকিৎসা এবং শিল্পের ক্ষেত্রে গাঁজা গাছের ব্যবহার হয়। এই নিয়ে আমরা জেলায় জেলায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলেছি। প্রস্তাব পাশ হওয়ার আগে বিস্তারিত আলোচনা হয়েছে। এমনকী জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশের যে মডেল সফল হয়েছে তা নিয়েও আলোচনা করা হয়েছে।

আইনিভাবে গাঁজা চাষের ফলে লাভের মুখ দেখা যেতে পারে। সব থেকে বড় কথা, এই চাষে অতিরিক্ত জলের অপচয় হওয়ার সম্ভাবনা নেই। তবে উৎপাদিত গাঁজা যাতে চিকিৎসা এবং শিল্পক্ষেত্র ছাড়া অন্য কাজে ব্যবহার না করা হয়, সেদিকে কড়া নজর রাখবে সরকার। কারণ এই চাষ কোনওভাবেই মাদকাসক্তিকে উস্কানি দেওয়ার জন্য নয়। তা সাফ জানিয়ে দিয়েছেন মন্ত্রী।