নৌকা বাইচ

Boat Race: গ্রাম বাংলার সংস্কৃতি ধরে রাখতে নৌকা বাইচের আয়োজন ফালাকাটায় 

আলিপুরদুয়ার: হারিয়ে যাওয়া খেলাগুলিকে আবার ফিরিয়ে আনার উদ‍্যোগ নেওয়া হয়েছে ফালাকাটায়। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া খেলা নৌকাবাইচ। এই প্রতিযোগিতার আয়োজন হয়েছে ফালাকাটায়। ফালাকাটা ডুডুয়া নদী সংলগ্ন এলাকাবাসীদের উদ্যোগে ফালাকাটার ডুডুয়া নদীতে শুরু হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা।

আরও পড়ুন: এই এক কেজি ‘ডিম’ এত দামি! কিনতে গেলে বাড়ি বিক্রি করতে হবে, অবিশ্বাস্য উপকারিতা এই খাবারের

ফালাকাটার অন‍্যতম নদী ডুডুয়া। এই নদীর জলে নৌকা বাইচ প্রতিযোগিতা সম্ভব বলে এই উদ‍্যোগ নেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন জেলার ৫০০০ প্রতিযোগী এই নৌকাবাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। প্রতিবছরই নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজিত হচ্ছে। এবারের প্রতিযোগিতার বিশেষ আকর্ষণ থাকছে মহিলা নৌকা বাইচ প্রতিযোগীরা।

গ্রামবাংলা থেকে নদী যাতে হারিয়ে না যায় তা সবসময় চাইছেন এলাকাবাসীরা। নদী বন্দনার আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতার পাশাপাশি। কে কার আগে নৌকা নিয়ে যেতে পারে এই দৃশ‍্য দেখতে ডুডুয়া নদীর পাড়ে ভিড় জমিয়েছিলেন অনেকেই। এই বিষয়ে এলাকার বাসিন্দা গোবিন্দ বাগচী বলেন, “গ্রামগঞ্জের হারিয়ে যাওয়া খেলাগুলির প্রতি উৎসাহ বাড়াতেই এই নৌকা বাইচ আয়োজন করা হয়েছে। এবছর ভাল সাড়া মিলেছে। প্রতিবছর এই খেলা চালিয়ে যাব আমরা। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের উপহার দেওয়া হবে। নদীর ভারসাম্য বজায় রাখতে এই আয়োজন।”

Annanya Dey