এনআইএ আধিকারিকের মেয়ের রহস্যমৃত্য়ু।

Extramarital affair: বিবাহিত মহিলার গোপন ছবি ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে নির্যাতনের অভিযোগ, অপমানে চরম পদক্ষেপ

মালদহ: ঘনিষ্ঠ মুহূর্তের অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে মানসিক নির্যাতনের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে। শুধু তাই নয় ব্ল্যাকমেল করে লক্ষ লক্ষ টাকা আদায়ও করা হয় বলে অভিযোগ। শেষ পর্যন্ত সহ্য করতে না পরে আত্মঘাতী হন তরুণী।

ঘটনায় অভিযুক্ত মুর্শিদাবাদের যুবক আসাদুল বিশ্বাসের বিরুদ্ধে মালদহের ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মৃতের পরিবারের দাবি, অভিযুক্ত যুবক মুর্শিদাবাদের সাগরদিঘির তৃণমূল বিধায়ক বায়রন বিশ্বাসের আত্মীয়।

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটের টর্নেডোর মতো ভয়াল ঝড়! লন্ডভন্ড হুগলির একের পর এক গ্রাম

আত্মঘাতী তরুণী ইংরেজবাজারের মহেশমাটি এলাকার বাসিন্দা, তিনি বিবাহিতও ছিলেন, সেই সঙ্গে তাঁর একটি কন্যাসন্তানও রয়েছে। মৃত মহিলা পেশায় সংগীত শিল্পী, কিছু বছর ধরে তাঁর স্বামীর সঙ্গে সুসম্পর্ক ছিল না। এরই মধ্যে আসাদুল বিশ্বাসের সঙ্গে ফেসবুকে আলাপ হয়, বাড়ে ঘনিষ্ঠতা। কিছুদিন চলার পরে ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে অভিযুক্ত যুবক আসাদুল, এমনই অভিযোগ। শুধু তাই নয় ব্যবসা করার কথা বলে ওই তরুণীর কাছ থেকে ১০ লক্ষ টাকা আদায় করে বলে অভিযোগ করেছে তরুণীর পরিবার। পাশাপাশি ছবি ভাইরাল করার ভয় দেখিয়ে নির্যাতন চালায়, অপমান সইতে না পেরে গতকাল অর্থাৎ শুক্রবার রাতে আত্মঘাতী হন তরুণী।

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে মেঘভাঙা বৃষ্টির আশঙ্কা, উত্তরে হড়পা বান! কোন কোন জেলায় সতর্কতা?

আরও অভিযোগ, দেহ ঝুলন্ত অবস্থায় থাকাকালীন মুর্শিদাবাদ থেকেই মালদহে চলে আসে অভিযুক্ত আসাদুল বিশ্বাস। তরুণী যে আত্মঘাতী হবে সেটা নাকি আগে থেকে জানত আসাদুল। সে-ই নাকি তরুণীর দেহ নামায়। ঘটনা সংক্রান্ত সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছে মালদহ পুলিশ। আসাদুলের বিরুদ্ধে আরও অভিযোগ, দেহ নামিয়েই তরুণীর দু’টি মোবাইল নিয়ে চম্পট দেয় সে। শনিবার ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন মৃত তরুণীর দিদি।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

ঘটনার পর মৃতদেহ মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে রেখে উধাও হয়ে যায় অভিযুক্ত আসাদুল বিশ্বাস। সূত্রের খবর, একবার নাকি লোকসভায ভোটে মুর্শিদাবাদে জঙ্গিপুর কেন্দ্রের নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতাও করে অভিযুক্ত আসাদুল বিশ্বাস। আসাদুলের খোঁজ শুরু করেছে পুলিশ।