ফিরহাদ হাকিম এবং মমতা বন্দ্যোপাধ্যায়।

Firhad Hakim on RG Kar case: আরজি কর কাণ্ডে দ্রুত বিচার, অভিযুক্তের ফাঁসি চান মুখ্যমন্ত্রী! জানালেন ফিরহাদ

কলকাতা: আরজি কর হত্যাকাণ্ড নিয়ে তোলপার কলকাতা। শুক্রবারই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিভিন্ন প্রসঙ্গে আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আশ্বস্ত করেছিলেন। এবার সেই প্রসঙ্গ উঠে এল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের টক টু মেয়র অনুষ্ঠানে।

ডাক্তারি পড়ুয়ার নির্যাতনকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ উঠে আসে মেয়রের কথায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির দাবি জানিয়েছেন। আমরা মোদীদের মত হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে দিতে তো পারি না। ফাসট্রাক আদালতে বিচারের কথা বলা হয়েছে”।

আরও পড়ুন: আরজি করে জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

মেয়রের নিজের মেয়ে চিকিৎসক, সেই প্রসঙ্গ উল্লেখ করে আরজি করের ঘটনা নিয়ে বলেন, “এই ঘটনায় দৃষ্টান্ত স্থাপন করে দোষীদের বিরুদ্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব মেয়েই আমার মেয়ে। ডিউটি অবস্থায় কেন হল? আমার ও জানতে ইচ্ছা আছে। সমস্ত তদন্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে”। সেই সঙ্গে আরজি করের অন্যান্য জুনিয়র ডাক্তারদের অবরোধ প্রসঙ্গে বলেন, “নিরীহ রোগীরা তো কোনও অপরাধ করেননি। চিকিৎসকদের কাজ প্রাণ বাঁচানোর। তাই তাঁরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করবেন”।

আরও পড়ুন: স্ত্রীকে মারধর করে খুন! গোপনাঙ্গে বেলন ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী নির্যাতনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সঞ্জয়কে শনিবার গ্রেফতারের পরে শিয়ালদহ আদালকে হাজির করানো হয়, সেখানেই বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুনানি চলাকালীন ধৃতের হয়ে সওয়াল করেনি কোনও আইনজীবীই।