Tag Archives: ধর্ষণ

RG Kar hospital update: রাত দখলের রাতে আরজি করে হামলা! জোর করে ভিতরে ঢুকে হাসপাতালে ভাঙচুর বহিরাগতদের

কলকাতা: রাত দখলের রাতে কেন্দ্র করে বিশাল জমায়েত আরজি কর হাসপাতালের সামনে। প্রচুর মানুষ আরজি কর হাসপাতালের ভিতরে ঢোকেন। ভিতর থেকে আন্দোলনকারীরা বহিরাগত আন্দোলনকারীদের ভিতরে ঢুকতে বারণ করেন।

আরজি কর হাসপাতালের জুনিয়র চিকিৎসকের মৃত্যুকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত, তাই প্রতিবাদের ঝাঁঝও বেশি ছিল আরজি করের সামনে। প্রচুর মানুষ আরজি করের সামনে থেকে মশাল নিয়ে মিছিল করার জন্য জড়ো হন, শ্যামবাজার পর্যন্ত যাওয়ার কথা ছিল এই মিছিল। প্রচুর মানুষ জড়ো হওয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলার সৃষ্টি হয় আরজি করের সামনে। মূল গেট ভেঙে ভিতরে ঢোকেন বহিরাগতরা।

আরও পড়ুন: আরজি করে ধর্ষণ এবং খুনের ঘটনায় তোলপাড় সারা দেশ, জানেন কে ছিলেন আরজি কর?

পড়ুয়ারা বহিরাগতদের বারবার বেরিয়ে যেতে অনুরোধ করলেও তাঁরা শোনেননি। বহিরাগতরা জোর করে ভিতরে ঢুকে পড়ে। ভাঙচুর চালানো হয় পড়ুয়াদের ধরনা মঞ্চে। এমারজেন্সির গেটও ভেঙে ফেলার চেষ্টা করে বহিরাগতরা। এই বহিরাগত কারা, সেই নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে।



Your Website Title

How to Share With Just Friends

How to share with just friends.

Posted by Facebook on Friday, December 5, 2014


রাত দখলের মশাল মিছিল আরজি কর থেকে শ্যামবাজার যাওয়া কথা ছিল, সেই মিছিল থেকেই একদল উন্মত্ত জনতা ‘আমরা বিচার চাই’ স্লোগান দিতে দিতে ভিতরে ঢোকেন। তাঁদের হাতে রড এবং পাথর ছিল বলেও অভিযোগ। আরজি করে বহিরাগতদের এই তাণ্ডবের জেরে আতঙ্কে হাসপাতালের চিকিৎসক এবং পড়ুয়ারা।

RG Kar Hospital rape and murder case: আরজি করের জুনিয়র চিকিৎসককে খুনের পরে ধর্ষণ? চাঞ্চল্যকর দাবি পুলিশের

কলকাতা: আরজি করের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি পুলিশের। ধৃত সঞ্জয়কে জেরায় জানা গিয়েছে, মৃত তরুণীকে প্রথমে মুখ চেপে রেখে চিৎকার আটকানোর চেষ্টা করে সঞ্জয়। তারপর নাকি মারধর করে এবং গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়। ভয়াবহতা এখানেই শেষ নয়, খুনের পরে নাকি সেই তরুণীকে ধর্ষণ করা হয় এবং চুলের ক্লিপ দিয়ে গোপনাঙ্গে ঢুকিয়ে নির্যাতন করা হয়, জেরা এমনই তথ্য মিলেছে বলে দাবি পুলিশের।

Firhad Hakim on RG Kar case: আরজি কর কাণ্ডে দ্রুত বিচার, অভিযুক্তের ফাঁসি চান মুখ্যমন্ত্রী! জানালেন ফিরহাদ

কলকাতা: আরজি কর হত্যাকাণ্ড নিয়ে তোলপার কলকাতা। শুক্রবারই নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বিভিন্ন প্রসঙ্গে আরজি কর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আশ্বস্ত করেছিলেন। এবার সেই প্রসঙ্গ উঠে এল কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের টক টু মেয়র অনুষ্ঠানে।

ডাক্তারি পড়ুয়ার নির্যাতনকাণ্ড নিয়ে মুখ্যমন্ত্রীর ভূমিকার প্রসঙ্গ উঠে আসে মেয়রের কথায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী নিজেই ফাঁসির দাবি জানিয়েছেন। আমরা মোদীদের মত হাতে হ্যান্ডকাফ লাগিয়ে দিয়ে গুলি চালিয়ে দিতে তো পারি না। ফাসট্রাক আদালতে বিচারের কথা বলা হয়েছে”।

আরও পড়ুন: আরজি করে জুনিয়র ডাক্তার হত্যাকাণ্ডে ধৃতের ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ

মেয়রের নিজের মেয়ে চিকিৎসক, সেই প্রসঙ্গ উল্লেখ করে আরজি করের ঘটনা নিয়ে বলেন, “এই ঘটনায় দৃষ্টান্ত স্থাপন করে দোষীদের বিরুদ্ধে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। সব মেয়েই আমার মেয়ে। ডিউটি অবস্থায় কেন হল? আমার ও জানতে ইচ্ছা আছে। সমস্ত তদন্ত হলে দৃষ্টান্তমূলক শাস্তি হবে”। সেই সঙ্গে আরজি করের অন্যান্য জুনিয়র ডাক্তারদের অবরোধ প্রসঙ্গে বলেন, “নিরীহ রোগীরা তো কোনও অপরাধ করেননি। চিকিৎসকদের কাজ প্রাণ বাঁচানোর। তাই তাঁরা মানুষের জীবন বাঁচানোর জন্য কাজ করবেন”।

আরও পড়ুন: স্ত্রীকে মারধর করে খুন! গোপনাঙ্গে বেলন ঢুকিয়ে অত্যাচারের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

প্রসঙ্গত, আরজি কর হাসপাতালে তরুণী নির্যাতনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়কে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদহ আদালত। সঞ্জয়কে শনিবার গ্রেফতারের পরে শিয়ালদহ আদালকে হাজির করানো হয়, সেখানেই বিচারক পুলিশ হেফাজতের নির্দেশ দেন। শুনানি চলাকালীন ধৃতের হয়ে সওয়াল করেনি কোনও আইনজীবীই।