দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা 

Malda News: ডিগ্রি সম্পন্ন করতে বাংলাদেশেই ফিরবেন! আশাবাদী ভারতীয় এমবিবিএস পড়ুয়ারা

মালদহ: পরিস্থিতি খারাপ তাই বাধ্য হয়ে ফিরে আসতে হচ্ছে নিজের দেশে। কিন্তু দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে, আবার তাঁরা সেখানে ফিরে গিয়ে পড়াশোনা করতে পারবেন এই আত্মবিশ্বাস নিয়েই সীমান্ত পেরিয়ে আসছেন ভারতীয় এমবিবিএস পড়ুয়ারা। গত কয়েকদিন ধরেই কাতারে কাতারে বাংলাদেশে পঠরত ভারতীয় মেডিকেল পড়ুয়ারা দেশে ফিরছেন।

আরও পড়ুন: বিহার, অন্ধ্রের জন্য বিপুল বরাদ্দ নির্মলার! সমর্থনের পুরস্কার পেলেন নায়ডু-নীতীশ

মালদহের মহদিপুর স্থল বন্দর দিয়েও এক হাজারের বেশি ছাত্র ছাত্রী দেশে ফিরে এসেছেন। অনেকেই এই বছর সম্পূর্ণ করবেন এমবিবিএস ডিগ্রি। পড়াশোনার মাঝে হঠাৎ এই ভাবে ফিরে আসায় তাদের মনখারাপ হলেও সকলেই আশাবাদী দ্রুত বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি স্বাভাবিক হবে। আবার তাঁরা সেখানে ফিরে গিয়ে পড়াশোনা শুরু করতে পারবেন। তবে দীর্ঘদিন এমন পরিস্থিতি হতে থাকলে পড়াশোনার অনেকটাই ক্ষতিরও আশঙ্কা করছেন বাংলাদেশে পঠরত ভারতীয় মেডিকেল পড়ুয়ারা। ভারতীয় পড়ুয়া সামিমা নাসিম বলেন, পরিস্থিতি খারাপ তাই আমাদের ভারতে পাঠানো হয়েছে। আশা করছি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে। আমরা আবার সেখানে গিয়ে পড়াশোনা করতে পারব।

আরও পড়ুন: সস্তা হচ্ছে সোনা, রুপো! গয়না কিনলে বিশেষ সুবিধা পাবেন, বড় ঘোষণা অর্থমন্ত্রীর

ছাত্র আন্দোলনে উত্তাল বাংলাদেশ। এমনও পরিস্থিতিতে বাংলাদেশের বিভিন্ন মেডিক্যাল কলেজের হোস্টেলে আটকে পড়েন ভারতীয় পড়ুয়ারা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশে তাঁরা এমবিবিএস ডিগ্রির জন্য পড়াশোনা করতে গিয়েছেন। বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে থাকলে তাঁরা আটকে পড়েন হস্টেলে। ইন্টারনেট পরিষেবা বন্ধ হয়ে পড়ায় বাংলাদেশের ঠিক কী চলছে তা অধিকাংশ ভারতীয় ছাত্রছাত্রী বুঝে উঠতে পারছিলেন না। হোস্টেলের মধ্যে বদ্ধ হয়ে পড়েছিলেন তাঁরা। এমন পরিস্থিতিতে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে দ্রুত হোস্টেলে আটকে থাকা পড়ুয়াদের ফেরত নিয়ে আসার সুব্যবস্থা করা হয়।‌ ভারতীয় দূতাবাস ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে ইতিমধ্যেই ভারতে পৌঁছেছেন আটকে পড়া হাজারেরও বেশি পড়ুয়া। ভারতীয় পড়ুয়া সাকিব খান বলেন, “হোস্টেলের মধ্যে আটকে পড়েছিলাম। ইন্টারনেট পরিষেবা একেবারেই বন্ধ। বাইরে কী হচ্ছিল বুঝে উঠতে পারছিলাম না। আমাদেরকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আশা করছি দ্রুত পরিস্থিতির স্বাভাবিক হবে আবার আমরা ফিরে যেতে পারব”।