Health Benefits: পায়ে মাড়িয়ে যাচ্ছেন এই ফল? এর তৈরি তেল ব্রহ্মাস্ত্র, সব ব্যথা তাড়িয়ে ছাড়বে!

এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যে সমস্ত জিনিস আমাদের ধরা ছোঁয়ার বাইরে এক কথায় আমাদের মধ্যে অজানা। আপনি কী জানেন আপনি যে বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সেই বন জঙ্গলের মধ্যে এমন একটি ফল রয়েছে সেই ফল খাওয়া না গেলেও এক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন ঘন জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই 'কুচিলা ফল '। সেই ফলের উপর দিয়ে আপনারা পা দিয়ে হেঁটে গেলেও হয়ত এর গুরুত্ব জানেন না।তবে বীরভূমের আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন এই ফল দিয়েই তৈরি করছে এক অসাধারণ জিনিস। (সৌভিক রায়)
এই পৃথিবীতে এমন অনেক জিনিস রয়েছে যে সমস্ত জিনিস আমাদের ধরা ছোঁয়ার বাইরে এক কথায় আমাদের মধ্যে অজানা। আপনি কী জানেন আপনি যে বন জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছেন সেই বন জঙ্গলের মধ্যে এমন একটি ফল রয়েছে সেই ফল খাওয়া না গেলেও এক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হতে পারে। বিভিন্ন ঘন জঙ্গলের মধ্যে পাওয়া যায় এই ‘কুচিলা ফল ‘। সেই ফলের উপর দিয়ে আপনারা পা দিয়ে হেঁটে গেলেও হয়ত এর গুরুত্ব জানেন না।তবে বীরভূমের আদিবাসী সম্প্রদায়ের বেশ কিছু মানুষজন এই ফল দিয়েই তৈরি করছে এক অসাধারণ জিনিস। (সৌভিক রায়)
এই ফলগুলি মূলত একটি বিশেষ গাছের মূলের মধ্যে ধরে থাকা ফল।শুকিয়ে গেলে এই ফলগুলি গাছ থেকে ঝরে পড়ে।এগুলি সংগ্রহ করে বিশেষ ধরনের সার এর পাশাপাশি এক উন্নত মানের তেল তৈরি হয়ে থাকে। এলাকার এক বাসিন্দা পার্বতী মুরমু জানান এই ফল শুধুমাত্র মাটিতে পড়ে থাকে বলেই অনেকে অবহেলা করে চলে যান। তবে আমরা এর গুরুত্ব বুঝেছি। আর সেই কারণেই এই ফল কুড়িয়ে নিয়ে এসে সেই ফলকে রোদে শুকিয়ে সেখান থেকে তেল বের করি। আনুমানিক প্রায় ১ কিলো থেকে ১২০০ গ্রাম ফলের মধ্যে ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম তেল বের হয়। আর এই তেল যে শুধুমাত্র যে গায়ে মাখার কাজে ব্যবহৃত হয় সেটা নয়।
এই ফলগুলি মূলত একটি বিশেষ গাছের মূলের মধ্যে ধরে থাকা ফল।শুকিয়ে গেলে এই ফলগুলি গাছ থেকে ঝরে পড়ে।এগুলি সংগ্রহ করে বিশেষ ধরনের সার এর পাশাপাশি এক উন্নত মানের তেল তৈরি হয়ে থাকে। এলাকার এক বাসিন্দা পার্বতী মুরমু জানান এই ফল শুধুমাত্র মাটিতে পড়ে থাকে বলেই অনেকে অবহেলা করে চলে যান। তবে আমরা এর গুরুত্ব বুঝেছি। আর সেই কারণেই এই ফল কুড়িয়ে নিয়ে এসে সেই ফলকে রোদে শুকিয়ে সেখান থেকে তেল বের করি। আনুমানিক প্রায় ১ কিলো থেকে ১২০০ গ্রাম ফলের মধ্যে ২৫০ গ্রাম থেকে ৩০০ গ্রাম তেল বের হয়। আর এই তেল যে শুধুমাত্র যে গায়ে মাখার কাজে ব্যবহৃত হয় সেটা নয়।
লুচি এবং পরোটা এই তেল দিয়ে মাখলে সেটি খুব মুচমুচে এবং দারুণ হয়। এছাড়াও এই তেল পেশানোর পর তার অবশিষ্ট যে অংশ থাকে সেই অংশ পুকুরের জলে ফেললে অথবা গাছের গোড়ায় দিলে একদিকে যখন পুকুরের জল পরিষ্কার হয় অন্যদিকে গাছ হয়ে থাকে উর্বর।
লুচি এবং পরোটা এই তেল দিয়ে মাখলে সেটি খুব মুচমুচে এবং দারুণ হয়। এছাড়াও এই তেল পেশানোর পর তার অবশিষ্ট যে অংশ থাকে সেই অংশ পুকুরের জলে ফেললে অথবা গাছের গোড়ায় দিলে একদিকে যখন পুকুরের জল পরিষ্কার হয় অন্যদিকে গাছ হয়ে থাকে উর্বর।
মূলত এই তেল শীতকালে ব্যবহার করলে আপনার শরীরের যে খসখসে ব্যাপার থাকে সে খসখসে ব্যাপার থেকে রেহাই মিলবে। এর পাশাপাশি বাচ্চাদের শরীরের মধ্যে এই তেল ব্যবহার করলে মশা মাছি থেকে দূরে থাকবে বলে দাবি করছেন আদিবাসী এলাকার মানুষজন।
মূলত এই তেল শীতকালে ব্যবহার করলে আপনার শরীরের যে খসখসে ব্যাপার থাকে সে খসখসে ব্যাপার থেকে রেহাই মিলবে। এর পাশাপাশি বাচ্চাদের শরীরের মধ্যে এই তেল ব্যবহার করলে মশা মাছি থেকে দূরে থাকবে বলে দাবি করছেন আদিবাসী এলাকার মানুষজন।
তাদের দাবি এই তেল বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকেন আর এই তেল ব্যবহার করলে মশা বিশেষ করে মাছি আপনাদের শরীরের কাছে ঘুরবে না। এছাড়াও এই তেল ব্যবহার করে আপনারা বিভিন্ন রকমের রান্নাও করতে পারেন।
তাদের দাবি এই তেল বিভিন্ন জায়গায় তারা বিক্রি করে থাকেন আর এই তেল ব্যবহার করলে মশা বিশেষ করে মাছি আপনাদের শরীরের কাছে ঘুরবে না। এছাড়াও এই তেল ব্যবহার করে আপনারা বিভিন্ন রকমের রান্নাও করতে পারেন।
তবে সব মিলিয়ে ফেলে আসা এই বীজ থেকেই একশ্রেণীর মানুষজন বেশ ভাল উপার্জন করছেন। তাই এবার কোনও বন জঙ্গলে পাশে দিয়ে আপনি পেরোলেই অবশ্যই নজরে রাখবেন এই ফলের। কারণ ফেলে দেওয়া এই ফল দিয়েই আপনি হতে পারেন লাখপতি!
তবে সব মিলিয়ে ফেলে আসা এই বীজ থেকেই একশ্রেণীর মানুষজন বেশ ভাল উপার্জন করছেন। তাই এবার কোনও বন জঙ্গলে পাশে দিয়ে আপনি পেরোলেই অবশ্যই নজরে রাখবেন এই ফলের। কারণ ফেলে দেওয়া এই ফল দিয়েই আপনি হতে পারেন লাখপতি!