একসময় টুথব্রাশ বিক্রি করতেন, এখন বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি 'ইনি'-ই

Bollywood Richest Man: একসময় টুথব্রাশ বিক্রি করতেন, এখন বলিউডের সবচেয়ে ধনী ব্যক্তি ‘ইনি’-ই, ধারেকাছে নেই শাহরুখ-করণরা কেউই, বলুন তো কে?

বলিউডের তারকাদের নিয়ে চর্চা আকছার চলছেই৷ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সকলেরই আগ্রহ তুঙ্গে৷  তেমনই হিন্দি সিনেমার হাল হকিকত নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে৷
বলিউডের তারকাদের নিয়ে চর্চা আকছার চলছেই৷ তাদের ব্যক্তিগত বিষয় নিয়ে সকলেরই আগ্রহ তুঙ্গে৷ তেমনই হিন্দি সিনেমার হাল হকিকত নিয়ে সকলের আগ্রহ তুঙ্গে৷
তেমনই গত বছর হিন্দি সিনেমা বিশ্বব্যাপী ১৩১৬১ কোটি টাকা আয় করেছে৷ তার মধ্যে বিদেশেও আয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলার৷ এতে তারকারা যেমন ধনী হয়েছেন তেমনই প্রযোজকরাও৷ তবে জানলে অবাক হবেন, বলিউডে এমন একজন রয়েছে, যিনি শাহরুখ-সলমনদের চেয়ে অনেক বেশি বড়লোক৷
তেমনই গত বছর হিন্দি সিনেমা বিশ্বব্যাপী ১৩১৬১ কোটি টাকা আয় করেছে৷ তার মধ্যে বিদেশেও আয় হয়েছে ৬০০ মিলিয়ন ডলার৷ এতে তারকারা যেমন ধনী হয়েছেন তেমনই প্রযোজকরাও৷ তবে জানলে অবাক হবেন, বলিউডে এমন একজন রয়েছে, যিনি শাহরুখ-সলমনদের চেয়ে অনেক বেশি বড়লোক৷
তিনি হলেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ফোর্বসের তথ্য অনুযায়ী, স্ক্রুওয়ালার মোট সম্পদের পরিমাণ ১.৫৫ বিলিয়ন ডলার (প্রায় ১৩,০০০ কোটি টাকা)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একমাত্র বিলিওনিয়ার তিনি।
তিনি হলেন প্রযোজক রনি স্ক্রুওয়ালা। ফোর্বসের তথ্য অনুযায়ী, স্ক্রুওয়ালার মোট সম্পদের পরিমাণ ১.৫৫ বিলিয়ন ডলার (প্রায় ১৩,০০০ কোটি টাকা)। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত একমাত্র বিলিওনিয়ার তিনি।
বলিউড ধনী ব্যক্তিদের তালিকায় তাঁরপরেই রয়েছেন টি-সিরিজের ভূষণ কুমার৷ এবং ভূষণ কুমারের পরেই রয়েছে আদিত্য চোপড়া ও শাহরুখ খানরা৷ তবে ভারতের সবচেয়ে  ধনী অভিনেত্রী হলেন জুহি চাওলা৷
বলিউড ধনী ব্যক্তিদের তালিকায় তাঁরপরেই রয়েছেন টি-সিরিজের ভূষণ কুমার৷ এবং ভূষণ কুমারের পরেই রয়েছে আদিত্য চোপড়া ও শাহরুখ খানরা৷ তবে ভারতের সবচেয়ে ধনী অভিনেত্রী হলেন জুহি চাওলা৷
সালটা ১৯৮০ দশকের শুরুর দিকে৷ কেবল টিভি বুমের মাধ্যমে বিনোদন জগতে আসা৷ টুথব্রাশের ব্যবসাও করতেন তিনি৷ তারপর ১৯৯০ সালে ৩৭ হাজার টাকা শুরু করেন ইউটিভি৷ যেখান থেকে একাধিক হিট সিরিয়াল বানানো হতো প্রথমদিকে৷ তারপর সিনেমাতেও আসেন তিনি৷ একাধিক বিগ বাজেটের ছবি যেমন- স্বদেশ, যোধা আকবর, ফ্যাশন, বরফি এবং চেন্নাই এক্সপ্রেসের মতো সিনেমা আসে ইউটিভি থেকে৷
সালটা ১৯৮০ দশকের শুরুর দিকে৷ কেবল টিভি বুমের মাধ্যমে বিনোদন জগতে আসা৷ টুথব্রাশের ব্যবসাও করতেন তিনি৷ তারপর ১৯৯০ সালে ৩৭ হাজার টাকা শুরু করেন ইউটিভি৷ যেখান থেকে একাধিক হিট সিরিয়াল বানানো হতো প্রথমদিকে৷ তারপর সিনেমাতেও আসেন তিনি৷ একাধিক বিগ বাজেটের ছবি যেমন- স্বদেশ, যোধা আকবর, ফ্যাশন, বরফি এবং চেন্নাই এক্সপ্রেসের মতো সিনেমা আসে ইউটিভি থেকে৷
২০১২ সালে প্রযোজক রনি তাঁর কোম্পানির শেয়ার এক বিলিয়ন ডলারের বিনিময়ে ডিজনির কাছে বিক্রি করে দেন৷ যা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় চুক্তির মধ্যে একটি৷  তারপর তিনি আরএসভিপি মুভিজ নামে একটি নতুন প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন৷ এই  প্রযোজনা সংস্থা থেকে উরি এবং কেদারনাথের মতো সিনেমা বানায়।
২০১২ সালে প্রযোজক রনি তাঁর কোম্পানির শেয়ার এক বিলিয়ন ডলারের বিনিময়ে ডিজনির কাছে বিক্রি করে দেন৷ যা ভারতীয় সিনেমার সবচেয়ে বড় চুক্তির মধ্যে একটি৷ তারপর তিনি আরএসভিপি মুভিজ নামে একটি নতুন প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন৷ এই প্রযোজনা সংস্থা থেকে উরি এবং কেদারনাথের মতো সিনেমা বানায়।