চোখের পলকে হাওড়া থেকে এসপ্ল্যানেড! অপেক্ষার সময় কমছে! অতিরিক্ত ১৩০টি মেট্রো চলবে কোন রুটে?

Kolkata Metro During Durga Puja: চোখের পলকে হাওড়া থেকে এসপ্ল্যানেড! অপেক্ষার সময় কমছে! অতিরিক্ত ১৩০টি মেট্রো চলবে কোন রুটে?

প্রতিদিন ভিড় বাড়ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে মেট্রোয়৷ বিকেল, সন্ধ্যায় ভিড়ের চাপে মেট্রো দরজা বন্ধ করা যাচ্ছে না৷ এই অবস্থায় যাত্রী পরিষেবা আরও বেশি করে দিতে গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়ে আসছে বদল। এছাড়া দুই মেট্রো চলাচলের মধ্যে ব্যবধান কমানো হচ্ছে। 
প্রতিদিন ভিড় বাড়ছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডে মেট্রোয়৷ বিকেল, সন্ধ্যায় ভিড়ের চাপে মেট্রো দরজা বন্ধ করা যাচ্ছে না৷ এই অবস্থায় যাত্রী পরিষেবা আরও বেশি করে দিতে গঙ্গার নীচে মেট্রো চলাচলের সময়ে আসছে বদল। এছাড়া দুই মেট্রো চলাচলের মধ্যে ব্যবধান কমানো হচ্ছে।
শনিবার থেকে বুধবার ৯ অক্টোবর অবধি হাওড়া-এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
শনিবার থেকে বুধবার ৯ অক্টোবর অবধি হাওড়া-এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত মেট্রো চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানালেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র।
গত মার্চে গঙ্গার তলা থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। চাহিদার কথা মাথায় রেখে রবিবার এই লাইনে মেট্রো চালু রাখার কথা আগেই জানিয়েছিলেন কর্তৃপক্ষ।
গত মার্চে গঙ্গার তলা থেকে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড রুটে মেট্রো চলাচল শুরু হয়েছে। চাহিদার কথা মাথায় রেখে রবিবার এই লাইনে মেট্রো চালু রাখার কথা আগেই জানিয়েছিলেন কর্তৃপক্ষ।
দিন কয়েক আগে কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান একই থাকলেও বাকি সময়টায় জরুরিভিত্তিক রক্ষণাবেক্ষণের কাজ হবে বলে সেই ব্যবধান বৃদ্ধি করা হবে। এর পরেই সমস্যা শুরু হয়। মেট্রো কমে যাওয়ায় ব্যস্ত, সময়ের বাইরে অসম্ভব ভিড় হতে থাকে। সেই ভিড় সামাল দিতেই ব্যস্ত সময়ের সীমা বৃদ্ধি করলেন মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ছাড়া অন্যান্য দিন হাওড়া-এসপ্ল্যানেড রুটে ১১৮টি মেট্রো চালানো হয়।
দিন কয়েক আগে কর্তৃপক্ষ জানিয়েছিলেন, ব্যস্ত সময়ে দু’টি মেট্রোর মধ্যে ব্যবধান একই থাকলেও বাকি সময়টায় জরুরিভিত্তিক রক্ষণাবেক্ষণের কাজ হবে বলে সেই ব্যবধান বৃদ্ধি করা হবে। এর পরেই সমস্যা শুরু হয়। মেট্রো কমে যাওয়ায় ব্যস্ত, সময়ের বাইরে অসম্ভব ভিড় হতে থাকে। সেই ভিড় সামাল দিতেই ব্যস্ত সময়ের সীমা বৃদ্ধি করলেন মেট্রো কর্তৃপক্ষ। রবিবার ছাড়া অন্যান্য দিন হাওড়া-এসপ্ল্যানেড রুটে ১১৮টি মেট্রো চালানো হয়।
শনিবার থেকে বুধবার পর্যন্ত (রবিবার ছাড়া) ১৩০টি মেট্রো চলবে বলে জানালেন কৌশিক মিত্র। তিনি জানান, এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা। আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। হাওড়া ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।রবিবার হাওড়া-এসপ্ল্যানেড রুটে ৪৬টি মেট্রো চলে। কিন্তু, এই রবিবার (৬ অক্টোবর) ৮২টি মেট্রো চলবে।
শনিবার থেকে বুধবার পর্যন্ত (রবিবার ছাড়া) ১৩০টি মেট্রো চলবে বলে জানালেন কৌশিক মিত্র। তিনি জানান, এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা। আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। হাওড়া ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে। রবিবার হাওড়া-এসপ্ল্যানেড রুটে ৪৬টি মেট্রো চলে। কিন্তু, এই রবিবার (৬ অক্টোবর) ৮২টি মেট্রো চলবে।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টা ৫৫ মিনিটে। অন্যদিকে, ওইদিন এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টায়। আর দুই ক্ষেত্রেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। হাওড়া-এসপ্ল্যানেড রুটে মেট্রো ২০ মিনিট অন্তর চলে। এই কয়েকদিন ১২-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে। ৯ অক্টোবর, বুধবার ষষ্ঠী।
হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টা ৫৫ মিনিটে। অন্যদিকে, ওইদিন এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টায়। আর দুই ক্ষেত্রেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়। হাওড়া-এসপ্ল্যানেড রুটে মেট্রো ২০ মিনিট অন্তর চলে। এই কয়েকদিন ১২-১৫ মিনিট অন্তর পাওয়া যাবে। ৯ অক্টোবর, বুধবার ষষ্ঠী।
সপ্তমী (১০.১০.২৪) এবং অষ্টমী - নবমী (১১.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় মেনেই চলবে মেট্রো।
সপ্তমী (১০.১০.২৪) এবং অষ্টমী – নবমী (১১.১০.২৪)-তে কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর রুটে মোট ২৪৮টি রেক চলবে। দুপুর ১টা থেকে ভোর ৪ টে পর্যন্ত বর্তমানে যে সময় অন্তর চলে সেই সময় মেনেই চলবে মেট্রো।