Lionel Messi: ও মা এটা কী! মেসি পা দিয়ে পতাকা মাড়াচ্ছেন, মাটিতে ঘষছেন! পেলেন প্রাণনাশের হুমকি অবধি, রইল ভাইরাল ভিডিও

#মেক্সিকো সিটি: ও মা এ কী কাণ্ড! লিওনেল মেসি এরকম বিতর্কে জড়ালেন যে একেবারে জীবননাশের হুমকি পেলেন৷ মেসিকে হুমকি দিয়েছেন মেক্সিকোর বক্সার কানালো অ্যালভারেজ৷ আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জিতেছিল৷ এই জয় এদিন লিওনেল মেসির দলের জন্য একেবারে খুবই প্রয়োজনীয় ছিল৷ বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ছিটকে যাওয়ার ভয় এড়াতে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই ম্যাচে জয়৷ আর্জেন্টিনা বনাম পোল্যান্ড ম্যাচের আগে হঠাৎ করেই মেসি শিরোনামে৷

 শেষ ষোলর পৌঁছনোর জন্য এই পোল্যান্ড বনাম আর্জেন্টিনা ম্যাচও অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ আসলে সৌদি আরবের বিরুদ্ধে প্রথম ম্যাচে হেরে যাওয়ায় বেশ প্যাঁচে পড়েছে নীল -সাদা ব্রিগেড৷

এই অবস্থায় আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে লিওনেল মেসির বিতর্কিত এক ভিডিও৷ ভিডিওতে দেখা যাচ্ছে আর্জেন্টিনা লকার রুমের ভিডিও৷ যেখানে মেক্সিকোর বিরুদ্ধে ২-০ গোলে জয় পাওয়ার পর উচ্ছ্বাসে ভাসছিল গোটা দল৷ বাদ ছিলেন না লিওনেল মেসিও৷

 

আরও পড়ুন –  ঐশ্বর্য রাই বচ্চনের মতো ফক্সি আই মেকআপ করতে চান? দেখে নিন স্টেপ বাই স্টেপ গাইড

আরও পড়ুন –  Healthy Lifestyle: খুব প্রয়োজন! পিরিয়ড পিছোতে হবে, ঘরোয়া উপাচারে সাইড এফেক্ট ছাড়াই মুক্তি

 

কিন্তু এই সেলিব্রেশন ভিডিও থেকে মেক্সিকান বক্সার সল ক্যানেলো অ্যালভারেজ একেবারে অন্য একটা জিনিস দেখতে পেয়েছেন যা দেখে তিনি রেগে আগুন হয়েছেন৷ ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গেছে মেসির পায়ের কাছে মেক্সিকোর জাতীয় পতাকা পড়ে রয়েছে, যাতে পা লাগছে এমনকি একটা সময় পা দিয়ে সেই পতাকা নিয়ে মাটিতে ঘষছেন মেসি এমনটাও মনে হয়৷ এরপরেই বক্সার বলেছেন, ‘‘বন্ধুরা আপনারা দেখতে পেলেন মেসি আমাদের জার্সি- পতাকা দিয়ে মাটি পরিষ্কার করছেন৷ ’’ তিনি আরও যোগ করেন , ‘‘উনি ভগবানের কাছে প্রার্থণা করুন আমি যেন তাঁকে খুঁজে না পাই৷ ’’

রইল সেই বিতর্কিত ভাইরাল ভিডিও

 

 

অ্যালভারেজ আরও বলেছেন, ‘‘যেমন আমি আর্জেন্টিনাকে শ্রদ্ধা করি , ওঁরও মেক্সিকোকে শ্রদ্ধা করা উচিত! আমি গোটা দেশের কথা বলছি না, সেই ষাঁড়গুলো –যা মেসি করেছে৷ ’’  লিওনেল মেসির আর্জেন্টিনা গ্রুপ সিতে পোল্যান্ডের থেকে পিছনে রয়েছে৷ তাই পোল্যান্ডের বিরুদ্ধে জিতে শেষ ষোলর টিকিট নিশ্চিত করতেই চাইবে নীল -সাদা ব্রিগেড৷ যাকে ২০২২ বিশ্বকাপে তাঁদের স্বপ্ন অক্ষত থাকে৷ যদিও পোল্যান্ডের বিরুদ্ধে ড্র করলেও মেসিবাহিনী প্রি কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারে৷