ভিন রাজ্যে কাজে রওনা শ্রমিকদের 

Murshidabad News: মিটে গেছে ভোট, ইদ! ফের ভিন রাজ্যে পাড়ি জেলার পরি‌যায়ী শ্রমিকদের

মুর্শিদাবাদ: ফের ভিনরাজ্যে পাড়ি সাগরদিঘী এলাকার পরিযায়ী শ্রমিকদের। প্রায় মাস খানেক আগে ভিনরাজ্য থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘী এলাকার নিজের বাড়িতে ফিরেছিল বহু পরিযায়ী শ্রমিক। বাড়িতে পরিবারের সঙ্গে ইদুজ্জোহার আনন্দ উপভোগ করে ফের ভিনরাজ্যে পাড়ি দিচ্ছে বহু পরিযায়ী শ্রমিক। জেলাতে কাজে পেট চলেনা। তাই রুজিরুটির টানে বাধ্য হয়ে ভিন রাজ্যে পাড়ি দিতে হচ্ছে বহু যুবককে।

সাগরদিঘীতে রয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র। সেখানেও স্থানীয়দের কাজে নেওয়া হচ্ছে না বলেই অভিযোগ। ফলে বাধ্য হয়েই দলে দলে যুবককেরা পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে। জাব্বার সেখ, রাজেশ সেখ সকলেই মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। কেও আছেন দশ বছর ধরে ভিন রাজ্যে কেও বা আছেন ছ বছর ধরে।

আরও পড়ুন: টানা বৃষ্টিতে জল জমে বিপত্তি! স্কুলে পঠন পাঠন উঠে যাওয়ার জোগাড় 

জেলা শ্রম দফতর সূত্রে জানা গিয়েছে, রাজ্যের মধ্যে সব থেকে বেশি পরিযায়ী শ্রমিকবসবাস করে মুর্শিদাবাদ জেলায়। এই জেলার কয়েক লক্ষ শ্রমিক ভিন রাজ্যে, ভিন দেশে কাজে পাড়ি দেন। শ্রম দফতরের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ জেলায় নথিভুক্ত পরিযায়ী শ্রমিকের সংখ্যা হল প্রায় ৪ লক্ষ।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

কৌশিক অধিকারী