পরিযায়ী শ্রমিকদের বিক্ষোভ 

Murshidabad News: ওড়িশাতে কাজে গিয়ে আক্রান্ত পরিযায়ী শ্রমিকরা! ঘরে ফিরেই ক্ষোভ, অবরোধ! পুলিশের কাঁদানে গ্যাস

মুর্শিদাবাদ: ‘বাংলাদেশি’ তকমা দিয়ে অত্যাচার, মারধরের মতো ঘটনার রেশ কাটিয়ে ওড়িশা থেকে বাংলায় ফিরে এলেন মুর্শিদাবাদ জেলার ১২০ জন শ্রমিক। মুর্শিদাবাদ জেলার হরিহরপাড়ার ৩৫জন শ্রমিক ও বাকি ৮৫জন সামশেরগঞ্জ এলাকার বলে জানা গিয়েছে। হরিহরপাড়ার শাহজাদপুর, মালোপাড়া, পদ্মনাভপুর এবং রুকুনপুরের ৩৫ জন ফেরিওয়ালা ওড়িশা থেকে বাধ্য হয়ে দেশের বাড়ি ফিরেছেন। তাঁদের অভিযোগ, এই রাজ্যের লোকজনকে দেখলে এবং বাংলা বললেই তাঁদের ‘বাংলাদেশি’ বলে মারধর করে তাড়িয়ে দেওয়া হচ্ছে।

যদিও সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝির সঙ্গে ফোনে এনিয়ে কথাও বলেন। বাংলার শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করার কথা বলেন। বেশ কিছু দিন ধরেই ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের মারধর করার অভিযোগ উঠছে। ইতি মধ্যেই বহু শ্রমিক ফিরে এসেছেন মুর্শিদাবাদ জেলাতে ।পরিযায়ী শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে বুধবার সকাল থেকেই সামসেরগঞ্জের অন্তর্গত বাসুদেবপুর ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন পরিযায়ী শ্রমীকরা।

আরও পড়ুনBengaluru: ফল কিনতে গিয়ে সমস্যা, ভাষা-বিতর্ক বেঙ্গালুরুতে

মুর্শিদাবাদ জেলাতে কল কারখানা বা শিল্প নেই, ফলে যুবকদের রওনা দিতে হয় ভীন রাজ্যে কাজের উদ্দেশ্যে। আর সেই কাজে গিয়ে চরম সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের। ফলে এবার পথে নামল শ্রমিকেরা। অবরোধ করেন ১২ নম্বর জাতীয় সড়ক। বন্ধ হয়ে যায় জাতীয় সড়কে যান চলাচল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।দুই ঘণ্টা ধরে সামশেরগঞ্জে পরিযায়ী শ্রমিকদের আন্দোলনের পরপুলিশ অবরোধ তুলতে গেলে, ট্রাফিক অফিসার মিরাজ সেখকে মারধর করে বিক্ষোভকারীরা সুতির সাজুর মোড়ে। পুলিশ কে উদ্দেশ্য করেই ইট বৃষ্টি করে উত্তেজিত জনতা। ঘটনার জেরে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। একটি গাড়ি ভাঙচুর করা হয় এবং পুলিশ তখনই ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায়।

কৌশিক অধিকারী