২১ জুলাই বৃষ্টি মাথায় অগণিত মানুষ! ছবি- আবীর ঘোষাল

TMC 21st July Rally: বৃষ্টি মাথায় ছাতার সমুদ্র! ২১ জুলাইয়ে এসে পৌঁছালেন কৃত্রিম পা নিয়েই

কলকাতা: কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আগেই। কখনও থামছে, তার পর আবার শুরু হচ্ছে মুষলধারে। তাই বলে থেমে নেই কর্মযজ্ঞ। লোকসভা ভোটের জয়ের পর তৃণমূলের সামনে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। ব্যবস্থাপনাও নজরকাড়া। ধর্মতলায় ৪২ ফুট বাই ৮০ ফুটের বিরাট খোলা মঞ্চের সামনে বৃষ্টি মাথায় করেই হাজির হয়েছেন দূর-দূরান্তের মানুষ।

সকাল ৬টা থেকেই লোকে লোকারণ্য ধর্মতলা। সকলের মাথায় ছাতা। উপর থেকে দেখলে মনে হবে রঙিন ছাতার সমুদ্র। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার টানেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন কাতারে কাতারে মানুষ। ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে কৃত্রিম পাযুক্ত মানুষও। উৎসাহে ফিকে হয়ে গিয়েছে শারীরিক ক্লেশ।

এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতৃত্ব, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৫০০ জন বসতে পারেন, এমনভাবেই বড় করে তৈরি করা হয়েছে মঞ্চ। উপস্থিত সবার জন্য জলযোগের ব্যবস্থাও থাকছে। মুড়ি ঘুগনি জলখাবারে। আর দুপুরের মেনুতে ডিমের ঝোল ভাত প্রতিবারের মতোই। তবে অন্যান্য বারের থেকে ৩১তম শহিদ দিবসের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ।

ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৩টি জায়ান্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুবিধা। প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন। তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোশ্যাল মিডিয়া পেজে লাইভ দেখানো হবে সমাবেশ। সূত্রের খবর, মঞ্চে দিল্লির মসনদকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা থাকবে।