Tag Archives: 21 July Shahid Diwas

TMC’s Martyrs’ Day Rally: নাছোড় বৃষ্টিও যাঁকে থামাতে পারে না! কাকভেজা ধর্মতলায় মমতার উদাত্ত ভাষণ, কর্মীরা তখন, ‘দিদি, দিদি…’

কলকাতাঃ সকাল থেকেই ছিল বৃষ্টির পূর্বাভাস। তৃণমূলের ২১ শে জুলাই শহিদ সমাবেশের সঙ্গে বৃষ্টির যোগ দীর্ঘদিনের। অতীতেও তৃণমূলের এই মেগা ইভেন্ট বৃষ্টিতে ভিজেছে। রবিবার ২১শে জুলাইতেও তাঁর অন্যথা হল না। কিন্তু বৃষ্টি হার মানাতে পারল না মানুষের জনজোয়ার। বৃষ্টিতে ভিজে জনজোয়ারের উদ্দেশ‍্যে বক্তৃতা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ‍্যোপাধ‍্যায়।

আরও পড়ুনঃ  ডিম-ভাত অতীত! এবার একুশে জুলাইয়ের শো-স্টপার ‘এই’ খাবার! চওড়া হাসি TMC কর্মীদের

কাক ভেজা অবস্থা মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বললেন, ‘২১ জুলাই একটু বর্ষা তো হবে। এটা ঈশ্বরের আশীর্বাদ। শহিদের চোখের জল। এই জল দেখে ভয় পাবেন না।’ তিনি যতক্ষণ তা রোদ উঠে ততক্ষণ মঞ্চে বক্তৃতা দেন। ২০২৩ সালের শহিদ দিবসের দিনও ঝেঁপে বৃষ্টি নেমেছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে ভেজার আগেই থেমে যায় বৃষ্টি। ভিজে বক্তব্য রেখেছিলেন অভিষেক। তবে, চলতি বছর পুরো ভিজে বক্তৃতা দেন প্রিয় ‘দিদি’।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

এ দিন বক্তব্য রাখতে উঠে শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বাংলার মানুষকে আমি স্যালুট জানাই৷ এত চমকানি, ধমকানি, নির্বাচন কমিশনের একপেশে ভূমিকা সত্ত্বেও বাংলার মানুষ আমাদের সমর্থন জানিয়েছেন৷ বাংলায় আমরা তিনটে দলের সঙ্গে লড়েছি৷ বিজেপি, সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে লড়াই করে আমাদের জিততে হয়েছে৷’

একই সঙ্গে এ দিন অখিলেশ যাদবের বক্তব্যকে সমর্থন জানিয়েই মমতা বলেছেন, তৃতীয় মোদি সরকার স্থায়ী নয়, যে কোনও দিন সরকারের পতন ঘটতে পারে৷ মমতা বলেন, ‘দিল্লিতে যে সরকার এজেন্সি, ইলেকশন কমিশনকে কাজে লাগিয়ে নিয়ে ক্ষমতায় এসেছে, সেই সরকার স্থায়ী নয়৷ যে কোনও দিন পড়ে যাবে৷’

TMC 21st July Rally: বৃষ্টি মাথায় ছাতার সমুদ্র! ২১ জুলাইয়ে এসে পৌঁছালেন কৃত্রিম পা নিয়েই

কলকাতা: কয়েক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে আগেই। কখনও থামছে, তার পর আবার শুরু হচ্ছে মুষলধারে। তাই বলে থেমে নেই কর্মযজ্ঞ। লোকসভা ভোটের জয়ের পর তৃণমূলের সামনে এবার ২১ জুলাইয়ের মেগা ইভেন্ট। ব্যবস্থাপনাও নজরকাড়া। ধর্মতলায় ৪২ ফুট বাই ৮০ ফুটের বিরাট খোলা মঞ্চের সামনে বৃষ্টি মাথায় করেই হাজির হয়েছেন দূর-দূরান্তের মানুষ।

সকাল ৬টা থেকেই লোকে লোকারণ্য ধর্মতলা। সকলের মাথায় ছাতা। উপর থেকে দেখলে মনে হবে রঙিন ছাতার সমুদ্র। মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষণ শোনার টানেই সকাল থেকে দাঁড়িয়ে আছেন কাতারে কাতারে মানুষ। ভিড়ের মধ্যে খুঁজে পাওয়া যাবে কৃত্রিম পাযুক্ত মানুষও। উৎসাহে ফিকে হয়ে গিয়েছে শারীরিক ক্লেশ।

এবার মূল সমাবেশ মঞ্চ হিসাবে তিনটি মঞ্চ তৈরি করা হয়েছে ভিক্টোরিয়া হাউসের সামনে। তৃণমূল সূত্রে খবর, তৃণমূল কংগ্রেস এখন বড় দল। তাই শীর্ষ নেতৃত্ব, অভ্যাগত, আমন্ত্রিত, নেতাদের নিয়ে প্রায় ৫০০ জন বসতে পারেন, এমনভাবেই বড় করে তৈরি করা হয়েছে মঞ্চ। উপস্থিত সবার জন্য জলযোগের ব্যবস্থাও থাকছে। মুড়ি ঘুগনি জলখাবারে। আর দুপুরের মেনুতে ডিমের ঝোল ভাত প্রতিবারের মতোই। তবে অন্যান্য বারের থেকে ৩১তম শহিদ দিবসের আয়োজন অনেক বেশি জাঁকজমকপূর্ণ।

ত্রি-স্তরীয় মূল মঞ্চটি মাটি থেকে পর্যায়ক্রমে ১১, ১২ ও ১৩ ফুট উঁচু। দৈর্ঘ্য-প্রস্থ যথাক্রমে ৮০ ও ৪২ ফুট। ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকলেও খোলা মঞ্চেই হচ্ছে সমাবেশ। মঞ্চ ঘেরা হবে দলীয় পতাকা তেরঙ্গার রঙে। এসপ্ল্যানেড ও পার্ক স্ট্রিট চত্বরে থাকছে প্রায় ১৩টি জায়ান্ট স্ক্রিন। এছাড়া শহরের একাধিক গুরুত্বপূর্ণ জায়গায় থাকছে জায়ান্ট স্ক্রিনে অনুষ্ঠান দেখার সুবিধা। প্রায় ৪ হাজার স্বেচ্ছাসেবক থাকবেন। তিনটি মঞ্চের একটিতে থাকবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা দলের প্রথম সারির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় মঞ্চে থাকবেন শহিদ পরিবারের সদস্যরা। তৃতীয় মঞ্চে থাকবেন নির্বাচিত জনপ্রতিনিধিরা। সোশ্যাল মিডিয়া পেজে লাইভ দেখানো হবে সমাবেশ। সূত্রের খবর, মঞ্চে দিল্লির মসনদকে উদ্দেশ্য করে বিশেষ বার্তা থাকবে।

TMC 21st July: ২১-এর মঞ্চ থেকেই ২৬-এর বার্তা! ভিড় জমাচ্ছেন জেলার তৃণমূল কর্মীরা

কলকাতা: এ বছর ২১ জুলাইয়ের সমাবেশের মূল মঞ্চ ৫২ ফুট বাই ২৪ ফুট। এখানে থাকবেন তৃণমূলের শীর্ষ নেতা, সাংসদ, বিধায়ক, মন্ত্রী এবং আমন্ত্রিতরা। ৪৮ বাই ২৪ ফুটের আর একটি মঞ্চ থাকছে। এখানে বসবেন তৃণমূল কাউন্সিলররা। এছাড়াও ৪০ বাই ২৪ ফুটের আরও একটি মঞ্চ থাকছে। মূল মঞ্চে ওঠার জন্য সিঁড়ি নয়৷ থাকতে পারে র‍্যাম্প। ২১ জুলাইয়ের প্রস্তুতি। ইতিমধ্যেই কলকাতায় আসতে শুরু করেছে তৃণমূল নেতা কর্মীরা। গীতাঞ্জলী, মালদহ, মুর্শিদাবাদ জেলার তৃণমূল কংগ্রেস কর্মীরা। প্রায় ৫০০০ কর্মীকে সেখানে আনা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে রয়েছে ৩০ হাজার কর্মীর থাকার বন্দোবস্ত।

Mamata Banerjee on 21 july: শৃঙ্খলাই শেষ কথা! দলে থাকতে গেলে কী কী করতে হবে জানিয়ে দিলেন মমতা

কলকাতা: ২০২৬ সালের বিধানসভা ভোট এখন তৃণমূলের পাখির চোখ। চলতি বছর লোকসভা ভোটের ফলাফলের পর দলের কমজোরী জায়গাগুলোও অধিক যত্ন সহকারে দেখা হচ্ছে তৃণমূলের অন্দরে। সে দিক থেকে, ২০২৪ সালের ২১ জুলাইয়ের তাৎপর্য আলাদাই। অতিরিক্ত আত্মবিশ্বাস ঝেড়ে ফেলে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার চেষ্টা করছেন দলের নেতারা।
দলকে আরও বেশি করে জনমুখী করার বার্তা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার থেকে পারফরম্যান্স দেখেই পদ। পুরনো-নতুন ভারসাম্য রেখেই চলতে হবে বলে জানান তিনি। জাতীয় রাজনীতিতে আরও বেশি করে তৃণমূল কংগ্রেসকে প্রাসঙ্গিক করা তাঁর লক্ষ্য বলে জানান মমতা।

তৃণমূল সুপ্রিমো জানান, দলীয় শৃঙ্খলাই শেষ কথা। দলের সিদ্ধান্ত না মানলে কড়া ব্যবস্থা গ্রহণের ইঙ্গিত দিয়েছেন তিনি। সাম্প্রতিক সময়ে জলপাইগুড়ি, কোচবিহার, বাঁকুড়ার ঘটনায় তার প্রমাণও মিলেছে।

মমতার সাফ কথা, “লোকসভায় একাধিক আসন পেয়ে ঘরে বসে থাকলাম তা চলবে না। দল একাধিক কর্মসূচী নিচ্ছে। তার পাশাপাশি স্থানীয় ভাবে জনসংযোগ করায় কোনও ফাঁকি দেওয়া যাবে না। পারফরম্যান্স শেষ কথা। পদ আঁকড়ে বসে থাকলাম, আর ফল দিতে পারলাম না, এটা চলবে না।” তিনি জানান, পঞ্চায়েত, পুরসভা থেকে সাংগঠনিক নেতা প্রত্যেকে কে কী কাজ করছেন তার মূল্যায়ণ করবে দল।

মমতা জানান, নেতা ধরে পদোন্নতি আর নয়। কাজই হবে দলীয় পদোন্নতি ও ভোটে লড়ার মাপকাঠি। বেশি করে সাংগঠনিক কাজে ব্যস্ত থাকতে হবে। দলের কথা দলের অন্দরেই বলতে হবে। তাঁর কথায়, “সাংসদ হয়ে গেলাম মানে দিল্লি অভিমুখে চলে গেলাম তা নয়। নিজের এলাকায় নিয়মিত সময় দিতে হবে।”

আরও পড়ুন- উড়বে ড্রোন, বহুতলের ছাদ থেকে চলবে নজরদারি, ২১ জুলাই কেমন নিরাপত্তা ধর্মতলায়? 

জাতীয় রাজনীতির প্রেক্ষাপটে বিজেপির বিরুদ্ধে সুর আরও চড়াবেন মমতা। জোটে থাকার দায়িত্বশীল ভূমিকা পালন করবে তৃণমূল। কিন্তু কোনও নির্দিষ্ট রাজনৈতিক দলের দাদাগিরি না-পসন্দ। বিভাজনের রাজনীতি নয়, উন্নয়নের অস্ত্রেই বাজিমাত। ২১ জুলাইয়ের এলাহি আয়োজন ও প্রস্তুতি ইতিমধ্যেই নজরে এসেছে। ধর্মতলায় সমাবেশে
হাজির থাকবেন সব সাংসদ, বিধায়করা। হাজির থাকতে পারেন ইন্ডিয়া জোটে শামিল হওয়া দুই শরিকের প্রতিনিধিরা। আসবেন অখিলেশ যাদব, কিরণময় নন্দ ও উদ্ধব শিবিরের নেতারা। হতে পারে যোগদান, ২১শের মঞ্চেই।

TMC-21 July: একুশে জুলাই আবহাওয়ার চোখরাঙানি! মঞ্চসজ্জায় সামান‍্য বদল, মমতা থাকবেন কোথায়? জানুন খুঁটিনাটি

কলকাতা: হাতে সময় মাত্র একদিন। আগামিকাল রবিবারই ২১ জুলাই। তৃণমূলের শহিদ দিবস। প্রতি বছরের মতো এবছরও ২১ জুলাইয়ের সমাবেশ ঘিরে প্রস্তুতি তুঙ্গে। সভার জন‍্য তৈরি হচ্ছে মঞ্চ। সেইসঙ্গে আবহাওয়ার চোখ রাঙানি এড়াতে থাকছে বিশেষ প্রস্তুতি।

মঞ্চের সামনের ভাগ দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। তার মাপ ৫২ ফুট বাই ২৮, উচ্চতা ১০ ফুট। এই মঞ্চ আগে ৪৮ ফুট হতো। ‘L’ আকৃতির মঞ্চ এবার চওড়ায় আরও ৪ ফুট বাড়ছে।

আরও পড়ুন: বাংলাদেশে নিহতের সংখ‍্যা বেড়ে ১০৫! কার্ফুর মাঝেই দলে দলে দেশে ফিরছেন ভারতীয় পড়ুয়ারা

দ্বিতীয় ভাগ ৪৮ ফুট বাই ২৪ ফুট, উচ্চতা ১১ ফুট।আর তৃতীয় ভাগ হবে ৪৮ ফুট বাই ২০ ফুট, উচ্চতা ১২ ফুট। এই বছরের মঞ্চসজ্জাতেও একটু বদল আসছে। সূত্রের খবর অনুযায়ী, একুশের মঞ্চে সামনের ভাগের স্টেজ চওড়ায় খানিকটা বাড়ানো হচ্ছে। থাকছে দলনেত্রীর জন্য আলাদা র‍্যাম্প।

আরও পড়ুন: হ‍্যান্ডসাম অভিনেতা থেকে আইএএস অফিসার! সাফল‍্য সত‍্যিই ‘হাতের মুঠোয়’ আইআইটি খড়্গপুরের এই ছাত্রের, র‍্যাঙ্ক জানলে ছিটকে যাবেন

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সপ্তাহান্তে ঝড়বৃষ্টিতে ভাসবে কলকাতা অর্থাৎ একুশে জুলাইও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তৃণমূল সূত্রে খবর, সেকথা মাথায় রেখেই এবার একুশের মঞ্চ আরও শক্তপোক্ত করা হয়েছে। ব্যাকড্রপ অনেকটা মোটা করা হচ্ছে। ৪০ ফুট বাই ৩০ ফুট।