বন্যা দুর্গতদের খাবার দিচ্ছেন মন্ত্রী অরূপ বিশ্বাস৷

Burdwan flood: জামালপুরে প্লাবিত বহু গ্রাম, ত্রাণ শিবিরে খাবার পরিবেশন করলেন মন্ত্রী

জামালপুর: দামোদরের রিং বাঁধ ভেঙে জলমগ্ন জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বলরামপুরের বেশ কিছু এলাকা।বুধবার সকালে ২ লক্ষ ৬৯ হাজার ১০০ কিউসেক জল ছেড়েছে ডিভিসি। এর ফলে প্লাবিত জলমগ্ন দামোদর তীরবর্তী বেশ কিছু এলাকা। বুধবার রিং বাঁধ ভেঙ্গে দামোদরের জল ঢুকে প্লাবিত জামালপুরের বেরুগ্রাম অঞ্চলের বলরামপুরের বেশ কিছু এলাকার সহ কৃষিজমিও।

নদীতে জল বাড়ায় প্লাবিত পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বেশ কয়েকটি গ্রাম। স্থানীয় বাসিন্দারা জানান,তারা দামোদর ও মুন্ডেশ্বরী এই দুটি নদীর মাঝে রয়েছেন। গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণের ফলে নদীতে ব্যাপক জলস্ফীতি হয়েছে। দামোদর নদে ডিভিসির ছাড়া জলে সমস্যা আরও বেড়েছে। জামালপুরের পূর্ব দিকে অমরপুর,সিয়ালি,কোড়া উজিরপুর,সহ কাড়ালাঘাট, দ্বীপের মানা আরও বিভিন্ন জায়গা জলমগ্ন। তাঁরা আতঙ্কে আছেন, আরও যদি জল ছাড়া হয় পরিস্থিতির আরও অবনতি হবে।

আরও পড়ুন: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশু চর্বি? অন্ধ্রপ্রদেশ তুমুল বিতর্ক, , সুপ্রিম কোর্টে মামলা

পূর্ব বর্ধমানের জামালপুরে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী স্বপন দেবনাথ। ত্রাণ শিবিরেও যান তাঁরা। সেখানে দুর্গতদের সঙ্গে কথা বলেন। সব সহযোগিতা মিলছে কিনা জানতে চান। ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া বাসিন্দাদের রান্না করা খাবার পরিবেশন করেন মন্ত্রী অরূপ বিশ্বাস।

তিনি বলেন, ‘মানুষ যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছেন তখন এই বন্যা চক্রান্ত ছাড়া আর কিছুই নয়। তিন দিন ঝাড়খন্ডে বৃষ্টি বন্ধ। অথচ ডিভিসি জল ছেড়েই চলেছে। চিরকালই বাংলাকে বঞ্চনা করাটা কেন্দ্রীয় সরকারের অভ্যাসে দাঁড়িয়ে গেছে।মানুষের উৎসবে সামিল হবার প্রাক্কালে বাংলাকে এভাবে জলে ডুবিয়ে দেওয়া হল। ‘

পাশাপাশি তিনি জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চলের অমরপুর, শিয়ালী,কোরা ও মুইদিপুর এলাকায় দামোদর এবং মুণ্ডেশ্বরী নদীর  পলি সরানোর কাজ ঠিকঠাক না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন । অরূপবাবুর পাশে দাঁড়িয়ে তাঁর বক্তব্যকে সমর্থন জানান রাজ্যের আর এক মন্ত্রী স্বপন দেবনাথ। ছিলেন জেলাপরিষদ সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার,জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জামালপুর ও রায়নার বিধায়ক অলক মাঝি এবং শম্পা ধাড়া।