নিখোঁজ সুশান্ত রায় পোস্টার

RG Kar Case: উত্তরবঙ্গ লবির মাথা চিকিৎসক সুশান্ত রায়ের বাড়িতে নিখোঁজ পোস্টার! চাঞ্চল্য এলাকায়

জলপাইগুড়ি: নিখোঁজ উত্তরবঙ্গের বিশিষ্ট চিকিৎসক সুশান্ত রায়। সন্ধান চেয়ে পথে পথে পড়ল পোস্টার! আরজি কর ঘটনার প্রথম দিন থেকেই উত্তরবঙ্গের এই চিকিৎসকের নাম উঠে এসেছে। ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি উত্তরবঙ্গ ছেড়ে সোজা আরজিকর হাসপাতালে ঢুঁ মারা থেকে শুরু করে উত্তরবঙ্গ লবি কিংবা থ্রেট কালচার সবেতেই নাম জড়িয়েছে ডক্টর সুশান্ত রায়ের।

আজ বিশ্বকর্মা পুজোর দিন জলপাইগুড়ির বজরা পাড়া সংলগ্ন এলাকায় সুশান্তবাবুর বাড়ির সামনের রাস্তায় আচমকাই পথচারীদের চোখে পড়ে একটি পোস্টার। সেই পোস্টারে বড় বড় করে লেখা রয়েছে সন্ধান চাই চিকিৎসক সুশান্ত রায় এবং তার পুত্র সৌত্রিক রায়ের। দু’জনের ছবি-সহ এই পোস্টারের নিচে লেখা সুশান্তবাবুর শুভাকাঙ্ক্ষী হিসেবে বাড়ির সামনে এই পোস্টার সাঁটিয়েছেন অজ্ঞাত পরিচয় কোনও ব্যক্তি।

আরও পড়ুনঃ পুজোয় কিন্তু এবার চমকে দেবে দিঘা! বাকি জায়গা ভুলে যাবেন নিশ্চিত! কী হবে এই সৈকত শহরে?

তবে শুধু সন্ধানই নয় কামনা করা হয়েছে সুশান্ত রায় এবং তার পুত্রের ফাঁসি। চিকিৎসককে জেঠু বলে সম্বোধন করায় এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচয় দেওয়ায় পথচারী অনেকেই ব্যাঙ্গাত্মকের ছোঁয়া পাচ্ছেন পোস্টার ঘিরে। কার্যত বড় বড় করে সেখানে লেখা রয়েছে, ডাক্তার সুশান্ত রায় ও তার পুত্র সৌত্রিক রায়ের সন্ধান চাই।

আরও পড়ুনঃ দুর্নীতির পর্বত! আরও বড় তথ্য উঠে আসবে আজই? সুদীপ্ত রায়ের বাংলোয় তল্লাশি চালাছচ্ছে ইডি

এই মর্মে দু’জনের নামে দুর্নীতির খতিয়ান তুলে ধরে দু’জনের ছবি দিয়ে পোস্টার পড়ল সুশান্ত রায় এর বাড়ির সামনে। দু’জনের কঠোর শাস্তি না হওয়া অবধি এই শুভাকাঙ্ক্ষী তাদের সঙ্গেই আছে বলে জানিয়েছেন। তবে পুরোটাই যে ব্যঙ্গাত্মক সুরেই করে লেখা তা বলার অপেক্ষা রাখে না। ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে।

সুরজিৎ দে