ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে HTC! কী কী ফিচার থাকতে পারে দেখে নিন

Smartphone: ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে HTC! কী কী ফিচার থাকতে পারে দেখে নিন

ভারতের বাজারে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে তাইওয়ানের স্মার্টফোন নির্মাণকারী সংস্থা HTC। বুধবার সোশ্যাল মিডিয়ায় সেই ফোনের টিজার প্রকাশ করেছে তারা। তবে মডেলের নাম বা লঞ্চের তারিখ নিয়ে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। HTC U24 সিরিজের স্মার্টফোন হতে পারে আন্দাজ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পোস্ট করে ভারতের বাজারে স্মার্টফোন লঞ্চের কথা জানিয়েছে HTC। সেখানে ডিভাইসটি Al24U টেক্সট সহ দেখা যাচ্ছে। ফলে এটা HTC U24 সিরিজের একটি স্মার্টফোন হতে পারে বলে অনুমান করছেন অনেকেই।

আরও পড়ুন: বলুন তো কোন ‘ফল’ নিয়ে প্লেনে ওঠা যায় না! ধারালো অস্ত্র নয়, তাও কেন বারণ? ৯৯% লোকজনই জানেন না

এই সিরিজে HTC U24 এবং HTC U24 Pro অন্তর্ভুক্ত থাকতে পারে। সম্প্রতি এই স্মার্টফোনগুলি বেঞ্চমার্কিং সাইট Geekbench এবং Bluetooth SIG-এর মডেল নম্বর 2QDA100 সহ দেখা গিয়েছে। এই স্মার্টফোনটিতে 12 জিবি র‍্যামের সঙ্গে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 7 জেন 3 SoC থাকতে পারে। চলতে পারে Android 14 এ।

এই স্মার্টফোনে HTC U23 এবং U23 প্রো-এর তুলনায় বেশ কিছু আপগ্রেড থাকতে পারে। 120 Hz এর রিফ্রেশ রেট সহ ফুল HD+ OLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। স্মার্টফোন বাজারের প্রিমিয়াম সেগমেন্টে সংখ্যাগরিষ্ঠ উপস্থিতি থাকা সত্ত্বেও চিনা স্মার্টফোনের বাড়বাড়ন্তের কারণে মোবাইল সেগমেন্টে ব্যবসা অনেক কমিয়ে দিয়েছিল। ফলে এই নতুন স্মার্টফোন লঞ্চের মাধ্যমেই ভারতের বাজারে পুনরায় প্রবেশ করতে চলেছে HTC।

আরও পড়ুন: ইনভার্টারে সাধারণ জল দেন নাকি ডিস্টল ওয়াটার? ভুল করলেই হতে পারে বিস্ফোরণ! ব্যবহারের আগে অবশ‍্যই জানুন

গত বছর এইচটিসি Wildfire E Star স্মার্টফোন লঞ্চ করেছিল। এতে 6.5 ইঞ্চি এলসিডি ডিসপ্লে (720 x 1,600 পিক্সেল) রয়েছে। ডুয়াল সিমের এই স্মার্টফোনটিতে 8 মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং একটি ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে। পাশাপাশি প্রসেসর হিসেবে রয়েছে Unisoc SC9832E।

এই স্মার্টফোনটি আফ্রিকার বাজারে লঞ্চ করেছিল HTC। নিরাপত্তার জন্য এতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও দেওয়া হয়। HTC Wildfire E Star-এ রয়েছে 2 GB RAM এবং 16 GB স্টোরেজ। এর স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে বাড়ানো যাবে। স্মার্টফোনটি Android 12 Go ভার্সনে চলে। এর 3,000 mAh ব্যাটারি 5 W চার্জিং সমর্থন করে। এতে 4G VoLTE, Wi-Fi, ব্লুটুথ, GPS এবং 3.5mm অডিও জ্যাকের লাগানোর ব্যবস্থা রয়েছে।