গোড়ালিতে চোট। অস্ত্রোপচারের পর ছবি পোস্ট করেন শামি।

ভরা আইপিএলে মহম্মদ শামি বিছানায় শুয়ে! আবার ছবি পোস্ট, হাঁটতেও পারছেন না!

কলকাতা: ভরা আইপিএলে তিনি বিছানায় শুয়ে!

এমন ছবি কে-ই বা দেখতে চেয়েছিল! মহম্মদ শামির মতো বোলার ঘরে বসে আইপিএলের ম্যাচ দেখছেন। কোনওভাবেই তাঁর খেলার সম্ভাবনা নেই। আইপিএলের পর বিশ্বকাপ। সেখানেও শামিকে দেখা যাবে না বলেই ধরে নেওয়া ভাল।

১৩ মার্চ শামি জানিয়েছিলেন, অস্ত্রোপচারের পর তিনি কেমন আছেন! তবে তারও ১৫ দিন আগে শামির অস্ত্রোপচার হয়। শামি বলেছিলেন, যেভাবে সুস্থ হচ্ছি তাতে খুব তাড়াতাড়ি মাঠে ফিরব বলে আশা করছি।

আরও পড়ুন- ১৫৫.৮ কিমি/ঘন্টা! হাঁটু কাঁপছে অনেকের, শামির বদলি ?ভারতের ব্রেট লি?!

যদিও বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছিলেন,  সেপ্টেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে শামিকে আবার মাঠে দেখা যেতে পারে। তবে তার আগে কোনওভাবেই তাঁর মাঠে ফেরা সম্ভব নয়। এমনকী বিশ্বকাপেও শামির খেলার সম্ভাবনা প্রায় নেই বলেই জানান তিনি।

রবিবার ফের শামি ছবি পোস্ট করেছেন। এবার তিনটি। সেখানে দেখা যাচ্ছে, তিনি বিছানায় শুয়ে। পায়ে ব্যান্ডেজ, পাশে রাখা স্ক্রাচ। অর্থাৎ দেখেই বোঝা যাচ্ছে, এখনও তিনি হাঁটতে পারছেন না। অবশ্য শামির পুরোপুরি সুস্থ হতে যে সময় লাগবে তা আগেই বোঝা গিয়েছিল।

২০২৩ ওডিআই বিশ্বকাপে শামি গোড়ালিতে চোট পান। সেই চোট নিয়েই তিনি খেলেন বিশ্বকাপে। আসলে সেই সময় দুর্দান্ত পারফর্ম করছিলেন তিনি। আর সেই সুযোগ কোনওভাবেই তিনি হারাতে চাননি। তাই ম্যাচের দিন ব্যথা কমানোর ইঞ্জেকশন নিয়েই খেলেছেন তিনি।

আরও পড়ুন- আইপিএলের ইতিহাসে সবথেকে দ্রুত গতির বল কে করেছে? জেনে নিন প্রথম পাঁচে কারা

লন্ডনে শামির অস্ত্রোপচার হয়। তার পর থেকে দ্রুত সুস্থ হচ্ছেন তিনি। তবে চোট যা তাতে তাঁর পুরো সুস্থ হতে আরও অনেকটা সময় লাগবে। বিসিসিআই এরই মধ্যে বিশ্বকাপের দলও নির্বাচন করে ফেলবে। বলাবাহুল্য সেই দলেও শামির নাম থাকবে না।