GT vs DC: সৌরভের দিল্লিকে গতির আগুনে জ্বালিয়ে দিলেন মহম্মদ শামি! পাল্টা লড়াই আমান খানের

দিল্লি ক্যাপিটালস – ১৩০/৮

আহমেদাবাদ: নরেন্দ্র মোদি স্টেডিয়াম বরাবর ফাস্ট বোলারদের একটু সুবিধা দিয়ে থাকে। এমন পরিস্থিতিতে ম্যাচে চমক দেখাতে পারেন পেসাররা। সেটাই করে দেখালেন মহম্মদ শামি। মঙ্গলবার রাতে শামির আগুনে স্পেল শেষ করে দিয়ে গেল দিল্লিকে। চার ওভারে ১১ রান দিয়ে চার উইকেট। আর কিছু বলার প্রয়োজন নেই। ভারতের সবচেয়ে অভিজ্ঞ পেসার পাওয়ার প্লের মধ্যেই নিজের কোটা শেষ করে ফেললেন।

সল্ট, গর্গ, রুসো, মনিশ পান্ডে – চার জনকে বোকা বানালেন শামি। তার সিম মুভমেন্ট কিছুই বুঝতে পারলেন না দিল্লির ব্যাটসম্যানরা। শামির এমন বোলিং দেখে টুইট করে ফেললেন বীরেন্দ্র সেহওয়াগ। বীরু লিখলেন, সেন্সেশনাল শামি। যত বয়স বাড়ছে তত ভাল হচ্ছে। দিল্লির অধিনায়ক ডেভিড ওয়ার্নার দৃষ্টিকটু ভাবে রান আউট হলেন। একটা করে উইকেট পড়েছে দিল্লির, আর ডাগ আউটে কপালের ভাঁজ বেড়েছে পন্টিং আর সৌরভদের।

একদিকে, গুজরাত দল দুর্দান্ত ফর্মে রয়েছে এবং তাদের শেষ ম্যাচে কেকেআরকে তারা ৭ উইকেটে পরাজিত করেছিল। অন্যদিকে দিল্লি ক্যাপিটলস তাদের শেষ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের মুখে পড়তে হয়েছিল। আট ম্যাচে এটি দিল্লির ষষ্ঠ পরাজয় ছিল। এমন অবস্থায় দিল্লিকে প্লে-অফের দৌড়ে থাকতে হলে যে কোনও মূল্যে এই ম্যাচ জিততেই হবে।

উভয় দল এর আগেও একে অপরের মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে দিল্লিকে ৬ উইকেটে হারিয়েছিল গুজরাত। হার্দিক শেষের দিকে আর ওভার ফেলে রাখেননি শামির জন্য। আমান খান এবং অক্ষর প্যাটেল এই জায়গা থেকে একটা পার্টনারশিপ তৈরি করলেন। প্যাটেল ব্যক্তিগত ২৭ করে আউট হয়ে গেলেন। ধাক্কা খেল দিল্লির কিছুটা লড়াই করার আশা। ৪৪ বলে ৫১ রানের একটা লড়াকু ইনিংস খেললেন আমান খান। তাতে কিছুটা সম্মানজনক জায়গায় শেষ করল দিল্লি। যদিও এই ম্যাচে তাদের আবার একটা হার সময়ের অপেক্ষা।