Mohammed Shami Reaction PM Narendra Modi: ফাইনাল হারের পর ড্রেসিং রুমে পিএম মোদী, কেমন লেগেছিল শামির? মুখ খুললেন তারকা পেসার

উত্তরপ্রদেশ: ১৯ তারিখ বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে টিম ইন্ডিয়াকে। টানা ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে উঠে হারের পর স্বভাবতই হতাশায় ভেঙে পড়ে গোটা ভারতীয় দল। ম্যাচ শেষে ভারতীয় ড্রেসিং রুমে গিয়েছিলেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্লেয়ারদের সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। এবার সেই বিষয় নিয়ে মুখ খুললেন মহম্মদ শামি।

উত্তর প্রদেশের নিজের গ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহম্মদ শামি বলেন,”এমন কোনও কাজ খারাপ সময়ে দলের ক্রিকেটারদের মনের জোর অনেক বাড়ায়। ফাইনাল হারার পর প্রধানমন্ত্রী যখন আমাদের সঙ্গে কথা বলেন, সাহস বাড়ান তাতে আমাদের আত্মবিশ্বাস অনেকটা বাড়ে। ফাইনাল হারের পর আমরা ভেঙে পড়েছিলাম। প্রধানমন্ত্রীর আমাদের ঘুড়ে দাঁড়াতে সাহায্য করে। এই অভিজ্ঞতা অন্য ধরনের অনুভূতি ছিল।”

আরও পড়ুনঃ Ind vs Aus: ভারত ও অস্ট্রেলিয়ার প্লেয়াররা কে কত টাকা স্যালারি পান? দুই দলের পার্থক্য কত? জানলে অবাক হবেন আপনিও

প্রসঙ্গত, টিম ইন্ডিয়া ফাইনাল হারের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ভিডিও ভাইরাল হয় সেখানে দেখা যায রোহিত শর্মা ও বিরাট কোহলির হাত ধরে সান্ত্বনা দিচ্ছেন তিনি। এছাড়া রাহুল দ্রাবিড়ের সঙ্গে কথা বলেন তিনি। শামি বুকে জড়িয়ে ধরে প্রশংসা করেন মোদী। কথা বলেন অন্যান্য ক্রিকেটারদের সঙ্গেও। প্রধানমন্ত্রীর এহেন ব্যবহারে যে শামির মন ছুঁয়ে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না।